Sliced Bread Cleaning Hacks

কাচের গ্লাস ভেঙে চুরমার? এক টুকরো পাউরুটি করতে পারে মুশকিল আসান! কী ভাবে

আচমকা কাচের গ্লাস ভেঙে চুরমার। ভাঙা কাচ পরিষ্কারে কাজে লাগাতে পারেন পাউরুটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৩:৩৩
কাচ পরিষ্কার সহজ হবে পাউরুটি দিয়ে? কী ভাবে?

কাচ পরিষ্কার সহজ হবে পাউরুটি দিয়ে? কী ভাবে? ছবি: ফ্রিপিক।

কাচের জিনিসপত্র যতই সাবধানে ব্যবহার করা হোক না কেন, কখন যে হাত ফস্কে কোনটি পড়ে যাবে বা ধাক্কা লেগে চুরমার হয়ে যাবে বলা কঠিন। কাচ ভাঙলে বড় টুকরোগুলি হাত দিয়ে কুড়িয়ে নেওয়া যায় ঠিকই, সমস্যা হয় গুঁড়োগুলি পরিষ্কার করতে গেলে। ঝাড়ু দিয়ে তা একত্র করলেও গুঁড়োগুলি হাত দিয়ে তোলার সময় ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার চোখ এড়িয়ে টুকরো ছিটকে এদিক-ওদিক পড়ে থাকলেও পা কেটে যাওয়ার সম্ভবনা থাকে। এমন পরিস্থিতিতে মুশকিল আসান করতে পারে এক টুকরো পাউরুটি। ভাবছেন কী ভাবে?

Advertisement

পাউরুটিতে খুব সহজেই আটকে যাবে কাচের সূক্ষ গুঁড়োও।তা ছাড়া, সরাসরি হাত দিলে, হাত কেটে যাওয়ার ভয় থাকে। পাউরুটি দিয়ে কাচ পরিষ্কার করলে সেই ভয় থাকবে না।

পরিষ্কারের পন্থা

· প্রথমেই কাচ ভেঙে যাওয়া জায়গাটি থেকে শিশুদের সরিয়ে দিন।

· বড় টুকরোগুলি সরিয়ে ফেলুন।

· ঝাড়ু দিয়ে ছোট টুকরোগুলি এক জায়গায় আনুন।এই কাজটি করার সময়ে পায়ে চটি পরে নিন। না হলে টুকরো বিঁধে পা কাটতে পারে।

· কাচের গুঁড়ো এক জায়গায় আনার পরে পাউরুটি দিয়ে সেগুলি তুলে নিন। তার পরে আর একটি পাউরুটি মেঝেতে ভাল করে বুলিয়ে নিন। যে কাচের গুঁড়ো দেখা যাচ্ছে না, সেটিও পাউরুটিতে আটকে যাবে।

Advertisement
আরও পড়ুন