Tomato for hair

টম্যাটো শুধু ত্বক নয়, চুলের জন্যও উপকারী, কী ভাবে মাখলে খুশকির সমস্যা দূর হবে?

টম্যাটোর ভিটামিন এ, সি, কে ও লাইকোপিন চুল নরম ও মসৃণ রাখতে সাহায্য করে। খুশকির সমস্যা থাকলে, টম্যাটোর প্যাক মাখলে তা দূর হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৮:৪৭
How to use Tomato masks for hair growth

টম্যাটো কী ভাবে মাখলে চুল নরম ও মসৃণ হবে? ছবি: ফ্রিপিক।

ত্বকের দাগছোপ তুলতে টম্যাটোর জুড়ি মেলা ভার। তবে কেবল ত্বকের জন্য নয়, চুলের জন্যও সমান উপকারী টম্যাটো। এর ভিটামিন এ, সি, কে ও লাইকোপিন চুল নরম ও মসৃণ রাখতে সাহায্য করে। খুশকির সমস্যা থাকলে, টম্যাটোর প্যাক মাখলে তা দূর হতে পারে।

Advertisement

টম্যাটোয় থাকা এ এবং সি ভিটামিন চুলের স্বাস্থ্য ভাল রাখতে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। ভিটামিন এ সিবাম উৎপাদনে সহায়তা করে। ফলে চুলের আর্দ্রতা বজায় থাকে। এ ছাড়া এতে থাকা অ্যাসিড জাতীয় উপাদান খুশকি দূর করে। অ্যান্টি-অক্সিড্যান্ট চুল পড়া রোধ করে। এতে থাকা লাইকোপিন নামক উপাদান চুল পাকার সমস্যা দূর করতে পারে। মাথার ত্বকে মেলানিনের উৎপাদন বাড়িতে অকালপক্কতার সমস্যা রোধ করে।

কী ভাবে মাথায় মাখবেন টম্যাটো?

টম্যাটো-দইয়ের প্যাক

একটি গোটা টম্যাটোর সঙ্গে দু’চা চামচ দই মিশিয়ে তা মাথার ত্বকে ভাল করে মালিশ করে ২০-৩০ মিনিট রাখতে হবে। তার পর ঠান্ডা জলে চুল ধুয়ে নেবেন। সপ্তাহে তিন দিন এই মাস্ক ব্যবহার করলে চুল পড়া, খুশকির সমস্যা দূর হবে।

টম্যাটো-মধুর প্যাক

একটি গোটা টম্যাটো বেটে নিন। তার সঙ্গে ২ চা চামচ মধু মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করতে হবে। এটি চুলে ভাল করে মালিশ করে ৩০ মিনিট রেখে ধুয়ে নেবেন। এই প্যাক সপ্তাহে দু’দিন ব্যবহার করলে রুক্ষ চুল নরম ও মসৃণ হবে।

টম্যাটো-পাতিলেবু

টম্যাটোর সঙ্গে একটা গোটা পাতিলেবুর রস মিশিয়ে ভাল করে চুলে ও মাথার ত্বকে মালিশ করতে হবে। ২০ মিনিটের মতো রেখে উষ্ণ জলে চুল ধুয়ে নেবেন। এই প্যাক মাথার ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখবে। চুল পড়ার সমস্যা দূর করবে।

Advertisement
আরও পড়ুন