JEE Main

JEE Main 2022: জয়েন্টে ৯৯.৯ পারসেন্টাইল পেয়েও খুশি নয় চিন্ময়! নম্বর বাড়াতে ফের দিতে চায় পরীক্ষা

২০২২ এর জয়েন্ট পরীক্ষায় প্রথম স্থান দখলকারীদের মধ্যে অন্যতম শীর্ষাস্থানাধিকারী মুম্বইয়ের চিন্ময় মুরজানি জানিয়েছে, সে আবার পরীক্ষায় বসবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জুলাই ২০২২ ১৫:৪১
চিন্ময় মুরজানি।

চিন্ময় মুরজানি।

২০২২ সালের জয়েন্ট এন্ট্রান্স মেইনস প্রথম পর্যায়ের পরীক্ষায় ৯৯.৯৫৬ পারসেন্টাইল পেয়ে মুম্বইবাসী চিন্ময় মুরজানি শীর্ষস্থানাধিকারীদের মধ্যে অন্যতম। এত ভাল নম্বর পেয়েও খুশি নয় চিন্ময়। আরও ভাল ফলের আশায় সে আবারও ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় বসার কথা জানিয়েছে।

২১ জুলাই জয়েন্ট এন্ট্রান্স মেইনস দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় বসে সে নিজের ফল আরও ভাল করার চেষ্টা করবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে। দশম শ্রেণীর পরীক্ষা শেষ করার পরেই চিন্ময় জয়েন্টের জন্য পড়াশুনা শুরু করে। ছোট থেকেই ই়ঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেছে সে। আর সেই লক্ষ্য পূরণ করতেই সে এখন জেইই অ্যাডভান্সের প্রস্তুতি নিচ্ছে। আইআইটিকেই পাখির চোখ করেছে সে।

Advertisement

কেমন ছিল তার জয়েন্টের প্রস্তুতিপর্ব?

চিন্ময় বলে, ‘‘সময় পেলেই আমি পূর্ববতী বর্ষের প্রশ্নপত্রগুলির সমাধান করার চেষ্টা করতাম। সব বিষয় জন্য বিস্তারিত নোট বানিয়ে পড়তাম। সপ্তাহে দু-তিনটি মক পরীক্ষা দিতাম।’’

যে কোনও পড়ুয়া চাইলেই দ্বিতীয় বার এই পরীক্ষায় বসতে পারেন। একাধিক বার বসলেও কোনও পরীক্ষার্থী যে বার বেশি নম্বর পাবেন সেই নম্বরটিকেই চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে। কাজেই চিন্ময় যদি ফের এক বার পরীক্ষায় বসেন তবুও তাঁর নম্বর নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই। নম্বর কম পেলেও প্রথম পরীক্ষার নম্বরই চূড়ান্ত বলে গণ্য হবে।

চিন্ময় একা নয়, এই বছর জয়েন্ট এন্ট্রান্স মেইনসে প্রথম স্থানাধিকারী রাজস্থানের নব্য হিসারিয়া ৩০০ তে ৩০০ পেয়েও ফের পরীক্ষায় বসার ইচ্ছা প্রকাশ করেছে। নব্যর মতে, আবার পরীক্ষা দিলে তাঁর ‘অনুশীলন’ হবে।

Advertisement
আরও পড়ুন