Whatsapp new Feature

খটমট ইংরেজিতে কেউ চ্যাট করছেন? না বুঝলে অনুবাদ করে নিন, ‘ট্রানস্লেট’ ফিচার এল হোয়াট্সঅ্যাপে

হোয়াট্‌সঅ্যাপে মেসেজ অনুবাদ করার ফিচার নিয়ে আসা হতে পারে, এমন তথ্য আগেই দিয়েছিল মেটা। তাদের তরফে ঘোষণা করা হয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস— দু’জায়গাতেই এসেছে ‘ট্রানস্লেট’ ফিচার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৪
META introduces a translation feature for its WhatsApp messaging service

মেসেজ অনুবাদ করে নিন নিজের মতো, সুবিধা আনল হোয়াট্‌সঅ্যাপ। ফাইল চিত্র।

ভাষা বুঝতে না পারলে কোনও চিন্তা নেই। অনুবাদ করে নিন পছন্দের ভাষায়। তার জন্য চ্যাটবক্স থেকে বেরিয়ে গুগ্‌লে যাওয়ার দরকার নেই। গ্রাহকদের সুবিধার জন্য ‘ট্রানস্লেট’ ফিচার নিয়ে এল হোয়াট্সঅ্যাপ।

Advertisement

হোয়াট্‌সঅ্যাপে মেসেজ অনুবাদ করার ফিচার নিয়ে আসা হতে পারে, এমন তথ্য আগেই দিয়েছিল মেটা। তাদের তরফে ঘোষণা করা হয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস— দু’জায়গাতেই এসেছে ‘ট্রানস্লেট’ ফিচার। তবে অ্যান্ড্রয়েডে আপাতত ৬টি ভাষায় ও আইওএসে ১৯টি ভাষায় মেসেজ অনুবাদ করা যাবে। ব্যক্তিগত চ্যাট এবংগ্রুপ চ্যাটেও কাজ করবে অনুবাদের ওই টুল।

কী ভাবে মেসেজ অনুবাদ করবেন?

যে মেসেজটি অনুবাদ করতে চাইছেন, সেটির উপর একটু বেশি ক্ষণ চাপ দিন (লং-প্রেস)। দেখবেন, ‘ট্রানস্লেট’ অপশনটি চলে এসেছে। এ বার কোন ভাষায় অনুবাদ করবেন, সেটি বাছাই করে নিলেই হবে। চাইলে সেই ভাষাটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সেভ করে রাখতে পারেন।

অনেক সময়ে চ্যাট-বক্সে এমন মেসেজ আসে, যার অর্থ হয়তো বুঝতে পারছেন না। ধরুন, খুব কঠিন ইংরেজিতে বা হিন্দি বা অন্য কোনও ভাষায় কেউ মেসেজ করেছেন। সেটি বুঝতে গুগ্‌ল ট্রানস্লেটরের সাহায্য নেওয়া হয় অনেক সময়েই। এ বার থেকে অনুবাদের জন্য আর মেসেজ থেকে বেরিয়ে গুগ্‌লে যাওয়ার দরকার হবে না। সেখানেই মেসেজটি অনুবাদ করে নিতে পারবেন। আপনি যে অনুবাদ করে পড়ছেন, সে তথ্যও গোপনই থাকবে।

মেটা জানাচ্ছে, তথ্যপ্রযুক্তি কর্মী বা বিদেশি ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করতে হয় যাঁদের, তাঁদের খুবই উপকারে আসবে এই নতুন ফিচারটি। ভাষাগত ব্যবধান দূর করাই এর উদ্দেশ্য। এতে কথোপকথনও অনেক নির্ভুল ও সাবলীল হবে। তবে সব ডিভাইসে এখনও ফিচারটি আসেনি। মেটার তরফে জানানো হয়েছে, আর কিছু দিনের মধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএসের সব ডিভাইসেই ফিচারটি চলে আসবে। ফিচারটির সুবিধা পেতে হোয়াট‌্‌সঅ্যাপ আপডেট করতে হবে।

Advertisement
আরও পড়ুন