Mimi Chakraborty

রঙিন মরসুমে কালো পোশাক, বসন্তের সাজে নতুন মাত্রা আনলেন মিমি 

রঙিন আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজতেও ভাল লাগে। প্রকৃতির সঙ্গে মিশে যায় যেন সাজ। তবে এ বসন্তে আলাদা হয়ে উঠতে একটু অন্য ভাবেও সাজিয়ে তোলা যায় নিজেকে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২১ ১৭:৩২
মিমি চক্রবর্তী। 

মিমি চক্রবর্তী। 


বসন্ত রঙিন তো হবেই। যেমন চারপাশে সকলের হয়। লাল-হলুদ রঙে ভরে ঝলমল করে নানা দিক। সে রঙিন আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজতেও ভাল লাগে। প্রকৃতির সঙ্গে মিশে যায় যেন সাজ। তবে এ বসন্তে আলাদা হয়ে উঠতে একটু অন্য ভাবেও সাজিয়ে তোলা যায় নিজেকে। ঠিক যেমনটা করলেন মিমি চক্রবর্তী।

Advertisement

কালো জামার সাজে ইনস্টাগ্রামে দেখা দিলেন নায়িকা। বাদামি ঘেঁষা চুলের ঢাল ছড়িয়ে পড়েছে তাঁর কালো শিফনের পোশাকের উপরে। বলছে, বসন্ত যেমন রঙেই মাতুক, মিমি আলাদা। তিনি মিশে যান না চারপাশের সঙ্গে। জানেন রঙের ভিড়ে কী ভাবে নজর ঘুরবে তাঁর দিকে।
মিমিকে সব সময়েই দেখা যায় সাদা-কালোর দিকে বেশি ঝুঁকতে। আগেও যখন বাসন্তী শাড়িতে সাজছিল চারপাশ, তাঁকে দেখা গিয়েছে সাদা হট প্যান্টে। তবে এ বারের ফ্যাশন বিবৃতি যেন আরও অন্য রকম। রঙিন হওয়ার মরসুমে এক নতুন ভাবনা জোগাল!

Advertisement
আরও পড়ুন