— ফাইল চিত্র।
একটা সময়ে ঋষি কপূরের সিগনেচার স্টাইল ছিল মাফলার। ‘ববি’ থেকে ‘চাঁদনী’—বিভিন্ন ছবিতে পুলওভারের সঙ্গে উলের রঙিন মাফলার নিয়েছেন ঋষি। সেই স্টাইল তখন সত্তর-আশির যুবকেরা দেদার অনুকরণ করেছেন। কিন্তু ধীরে ধীরে মাফলারের ফ্যাশন কোণঠাসা হয়ে গেল। শীত পড়লেই মা-জেঠিমারা ছোটদের জোর করে মাফলার পরিয়ে দিতেন বটে, কিন্তু বড়রা তা থেকে শতহস্ত দূরে। মাফলার তখন হয়ে গিয়েছে বুড়োদের সাজ। রেট্রো ফ্যাশন যেমন আবার ফেরত এসেছে, তেমনই মাফলার তার হৃতগৌরব উদ্ধার করেছে।
— ফাইল চিত্র।
এখন ফ্যাশন দুনিয়ায় কল্কে পেতে হলে বিদেশের সিলমোহর ছাড়া গতি নেই। এ ক্ষেত্রেও তাই। এ বছরের উইন্টার কালেকশনে একাধিক বিদেশি ব্র্যান্ড মাফলারকে গুরুত্ব দিয়েছে। রিহানা হোক বা জেনিফার লরেন্স— শীতের মরসুমে মোটা উলের স্কার্ফ তারকাদের বিশেষ পছন্দ। পুরুষদের ফ্যাশনেও মাফলারের দাপট রয়েছে। জেন জ়ি আইকন টিমোথি শ্যালামেকে একাধিক বার দেখা গিয়েছে মাফলারের বন্ধনে। তবে মাফলার বা উলেন স্কার্ফকে সবচেয়ে জনপ্রিয় করেছে কোরিয়ান ফ্যাশন। কে-সিরিজ়, কে-পপ তারকাদের দেখলেই বোঝা যাবে নরম উলের মায়াবি বাঁধনের মাহাত্ম্য। দেশীয় তারকা প্রিয়ঙ্কা চোপড়া, করিনা কপূর, সোনম কপূরও মাফলার দিয়ে নানা রকম স্টাইলিং করেন।
— ফাইল চিত্র।
কেমন ভাবে স্টাইলিং করবেন?
— ফাইল চিত্র।
মা-দিদিমার হাতে বোনা যে মাফলার ‘পুরনো স্টাইল’ বলে আলমারির এক কোণে ফেলে রেখেছিলেন, সেটা এ বার পরে ফেলুন। বাজারচলতিমেশিনে বোনা মাফলারের ভিড়ে হাতের কাজের কদর অনেকগুণ বেশি।