Water Bottle vs Tumbler

জলের বোতলের বদলে নতুন প্রজন্ম বেছে নিচ্ছে টাম্বলার, কিন্তু কেন? জিনিসটি কী?

পড়ুয়া থেকে অফিসে কর্মরত মানুষজন এখন জলের বোতলের বদলে টাম্বলার রাখছেন। জিনিসটি কী? সাধারণ বোতলের সঙ্গ তফাত কোথায়?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৭:০৭
জনপ্রিয় হচ্ছে ‘টাম্বলার’। জলের বোতলের সঙ্গে তফাত কোথায়?

জনপ্রিয় হচ্ছে ‘টাম্বলার’। জলের বোতলের সঙ্গে তফাত কোথায়? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কারও পড়ার টেবিলে, কারও আবার অফিসের ডেস্কে শোভা পাচ্ছে ঢাউস এক হাতলওয়ালা মগ। তাতে যেমন সুন্দর ঢাকা আছে, তেমনই স্ট্র-ও আছে। জিনিসটি সাধারণ জলের বোতলের চেয়ে আকারে বেশ বড়। খানিকটা ইনসুলেটেড কফি মগের বৃহদাকার রূপ। একেই বলা হচ্ছে ‘টাম্বলার’। তাতেই মজেছে জেন জ়ি।

Advertisement

পড়ার টেবিল হোক বা কলেজ কিংবা অফিস— এতদিন জল খাওয়া, জল নিয়ে যাওয়ার জন্য ভরসা থাকত বোতল। স্টিল, পিতল, কাচ, প্লাস্টিক— নানা রকম বোতলের জায়গা এখন দখল করছে ‘টাম্বলার’।

বছর ৩২-এর ত্রিস্রোতার হাতে হঠাৎ করে এক দিন ঢাউস জিনিসটি দেখে অবাক হয়েছিলেন সৌমী। অফিসের সহকর্মী ত্রিস্রোতা জানিয়েছিল, এটাই নাকি টাম্বলার। জল নয়, এতে করে সে নাকি ডিটক্স পানীয় আনবে। রোগা হতে, ভুঁড়ি কমাতে সাহায্য করবে পানীয়টি। টাম্বলারের লম্বা মোটা স্ট্র দিয়ে যখন ইচ্ছা খাওয়া যাবে আবার স্ট্রয়ের মুখ বন্ধ করার ঢাকনা দিয়ে দিলেই হবে।

বোতল এবং টাম্বলারের তফাত

বোতল তৈরি হয়েছে মূলত জল নিয়ে যাওয়ার জন্য এবং তা থেকে জল খাওয়ার জন্য। তবে টাম্বলার তৈরির উদ্দেশ্যে তার চেয়ে বেশি কিছু। বেশির ভাগ টাম্বলারই ইনসুলেটেড। এতে ঠান্ডা পানীয় শীতল থাকে দীর্ঘক্ষণ আবার গরম পানীয়ও রাখা যায়। এর মুখটি বেশ চওড়া। ঢাকনা খুলে তা থেকে চুমুক দিয়ে পানীয় খাওয়া যায়। আবার অনেক টাম্বলারের স্ট্র-ও থাকে। ফলে কাজ করতে করতে স্ট্র দিয়েও পানীয় খাওয়া যায়। তবে শুধুই জল আনার জন্য টাম্বলার নয়। বরং এতে যে কোনও রকম পানীয় খাওয়া যেতে পারে। ঠান্ডা পানীয় থেকে মকটেল, ডিটক্স পানীয়, ঘোল, কফি, সবই এতে রাখা যায়। আসলে টাম্বলার শুধু জল নয়, জলের থেকে বেশ কিছু খাওয়ার জন্য।

পড়ুয়া হোক বা অফিসে কর্মরত ব্যক্তি— এটি সকলের কাছে সুবিধাজনক। কারণ, এতে গরম হেল্‌থ ড্রিংক রাখলে অনেক ক্ষণ গরম থাকবে। তা ছাড়া স্মুদি, শরবত, সবই এতে করে খাওয়া যায়। গরম হোক বা ঠান্ডা কফি, এক বার বানিয়ে নিইয়ে টাম্বলারে ভরে রাখলে কাজের ফাঁকে যখন ইচ্ছা চুমুক দেওয়া যাবে। স্ট্র দিয়ে যেমন খাওয়া যাবে, তেমনই মূল ঢাকনাটি খুলে নিলে চওড়া মুখের জন্য চুমুক দিয়ে খেতেও অসুবিধা হবে না।

অন্য দিকে, জলের বোতলের মুখ সাধারণত সরু বা ছোট হয়। আলগোছে বা চুমুক দিয়ে, দুই ভাবেই এতে জল খাওয়া যায়। কিন্তু এই বোতলে অন্য কোনও পানীয় খাওয়া চলে না।

সুবিধা এবং অসুবিধা

· ভাল জলের বোতল পুরোপুরি লিকপ্রুফ। আকারে ছোট, সরু এবং লম্বা বলে এটি ব্যাগে নিয়ে যাওয়া সুবিধাজনক। বোতল থেকে জল পড়ে যাওয়ার সম্ভাবনা নেই।

· টাম্বলার আকারে বেশ বড়। ফলে নিয়ম করে ব্যাগে ভরে নিয়ে আসা বা যাওয়া একটু ঝঞ্ঝাটের। তা ছাড়া, টাম্বলার ঢাকা শক্তপোক্ত হলেও তা পুরোপুরি লিকপ্রুফ নয়। ফলে ব্যাগে থাকলে বা গাড়ির ঝাঁকুনিতে ভিতরের পানীয় গড়িয়ে পড়তে পারে।

· টাম্বলারের মুখটি চওড়া বলে, এটি পরিষ্কার করা সুবিধাজনক। বিশেষত নিয়ম করে এতে ডিটক্স পানীয়, কফি বা ঠান্ডা পানীয় খেলে সেটি সাবান দিয়ে ভাল করে পরিষ্কার করা দরকার।

· টাম্বলারে হাতল থাকায় এটি ব্যবহারের সুবিধা রয়েছে।

· New

Advertisement
আরও পড়ুন