Deepika Padukone on Motherhood

আগে শুধুই নিজের কথা ভেবেছি! মা হওয়ার পরের অনুভূতি নিয়ে খোলাখুলি কথা বললেন দীপিকা

মেয়ে দুয়ার বয়স এখন এক বছর চার মাস। প্রায় দেড় বছরের মাতৃত্ব কী ভাবে বদলেছে তাঁকে, সে ব্যাপারে কথা বলতে গিয়েই দীপিকা জানিয়েছেন, জীবনটাকে এখন তিনি ‘আপন হতে বাহির হয়ে’ দেখতে শুরু করেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৩:১০

ছবি : সংগৃহীত।

মা হওয়ার পরে জীবন বদলে গিয়েছে— এ কথা সদ্য-মায়েরা প্রায়ই বলেন। কিন্তু বদলটা ঠিক কোন জায়গায় ঘটে, তা সহজ করে বললেন দীপিকা পাড়ুকোন। অভিনেত্রী বলেছেন, ‘‘এত দিন আমার জীবন পুরোটাই আবর্তিত হয়েছে আমাকে ঘিরে। আমার শখ, আমার চাহিদা, আমার ইচ্ছেকে ঘিরে। এখন আর চেষ্টা করেও সে ভাবে ভাবতে পারি না।’’ দীপিকা জানিয়েছেন, জীবনটাকে এখন তিনি ‘আপন হতে বাহির হয়ে’ দেখতে শুরু করেছেন।

Advertisement

গত বছর সেপ্টেম্বরে কন্যাসন্তান হয়েছে বলিউডের তারকা দম্পতি রণবীর সিংহ এবং দীপিকার। মেয়ে দুয়ার বয়স এখন এক বছর চার মাস। দীপিকার ইনস্টাগ্রামের প্রোফাইল ছবিতে গোটা গোটা হরফে লেখা রয়েছে, ‘ইন মাই মম এরা’ অর্থাৎ ‘আপাতত মাতৃত্বের দুনিয়ায় ডুবে রয়েছি’। প্রায় দেড় বছরের সেই মাতৃত্ব কী ভাবে বদলেছে তাঁকে, সে ব্যাপারে কথা বলতে গিয়েই দীপিকা জানিয়েছেন, যে মুহূর্ত থেকে দুয়া তাঁর জীবনে এসেছে, সেই মুহূর্ত থেকেই একটা দায়িত্ববোধ কাজ করতে শুরু করেছে তাঁর মধ্যে। দীপিকা বলেছেন, ‘‘এত দিন অন্য কারও দায়িত্ব নেওয়ার কথা আমার মনেই হয়নি এ ভাবে। আমি কেরিয়ারের জন্য নিজের বাড়ি ছেড়েছি, পরিশ্রম করেছি। মোট কথা, যা করেছি সবই আমি চেয়েছি বলে। আমার নিজের জন্য যা দরকার মনে হয়েছে, তা পাব বলে। আর এখন হঠাৎই আর প্রথম পছন্দের জায়গায় নিজেকে রাখতে পারছি না। এখন প্রথমে ভাবতে হচ্ছে আরও একটা ছোট্ট মানুষের কথা। যে আমার উপর নির্ভরশীল। তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হচ্ছে।’’

এক আলোচনাসভায় যোগ দিয়েছিলেন দীপিকা। সেখানে তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা শাহরুখ খানও। দীপিকাকে প্রশ্ন করা হয়েছিল, কাজ সামলে মাতৃত্ব সামলাতে কি পারছেন তিনি? দুনিয়ায় অনেক মা তাঁদের সন্তানকে সামলে কর্মক্ষেত্রে যান। তাঁদের জন্য কি কোনও বিশেষ পরামর্শ দিতে চান দীপিকা? জবাবে দীপিকা জানিয়েছেন, মাতৃত্ব যে সহজ নয়, তা তিনি বুঝতে পেরেছেন। তিনি বলেছেন, ‘‘নতুন দায়িত্ব যে উপভোগ করছি না, তা নয়। তবে কাজ সামলে ওই সব দায়িত্ব একসঙ্গে কী ভাবে পালন করতে হয়, তা-ও শিখতে হচ্ছে।’’ তাই কর্মক্ষেত্র বা পেশাদারিত্বের দায়িত্ব সামলে কী ভাবে সন্তানের দায়িত্ব পালন করা যায়, তার সঠিক উত্তর তাঁর কাছে এখনও নেই। তাঁর মতে, ‘‘আপনি যা-ই করুন, মা হওয়ার পরে সন্তানের কথাই আগে ভাবতে হবে। তাই আমার কাছে এখনও এ প্রশ্নের জবাব নেই।’’

দীপিকার জবাব শুনে শাহরুখ অবশ্য উৎসাহ দিয়েছেন তাঁর নায়িকাকে। তিনি বলেছেন, ‘‘আমি মনে করি, দীপিকা একজন দারুণ মা হবে। কারণ ওর সঙ্গে দুয়া (শুভেচ্ছা) আছে।’’

Advertisement
আরও পড়ুন