Cat Behaviour

ঘুমের সময় নিঃশব্দে আপনার দিকে চেয়ে থাকে পোষ্য বিড়াল, স্বভাব, না কি কিছু বলতে চায়?

ঘুমের সময়ে মনিবের দিকে নীরবে বিড়ালের চেয়ে থাকার নেপথ্যে কোন কারণ থাকতে পারে? জেনে নেওয়া যাক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৬:১১
বিড়াল কি আপনাকে নিঃশব্দে চেয়ে দেখে?

বিড়াল কি আপনাকে নিঃশব্দে চেয়ে দেখে? ছবি: সংগৃহীত।

বাড়িতে কি পোষ্য মার্জার রয়েছে? তা হলে নিশ্চই জানবেন তাদের নানা রকম স্বভাবের কথা। কুকুরের চেয়ে স্বভাবের দিক থেকে অনেকটাই ভিন্ন প্রকৃতির তারা। দিনরাত পড়ে পড়ে ঘুমোনো নানা একটি কাজ তাদের। তা ছাড়া তাদের চালচলন সবসময় বোঝা যায় না। এমনিতে নিঃশব্দে থাকে, পরিষ্কার পরিচ্ছন্নও থাকতে পছন্দ করে। তবে কখনও কি খেয়াল করেছেনে, বাড়ির সদস্যরা ঘুমোলে সে তাদের কারও দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে কি না?

Advertisement

হয়তো ঘুমিয়ে পড়েছেন। আচমকা ঘুম ভাঙল। আর তখনই দেখলেন বাড়ির ঘুমকাতুরে মেনিটি আপনাকেই চেয়ে চেয়ে দেখছে। এ কি তাদের স্বভাব?

পশুরোগ চিকিৎসকেরা বলছেন, বিড়ালের দিকে লক্ষ করলে দেখা যাবে, সে ঘুমোচ্ছে, তবে কান কিন্তু খাড়া। সামান্য শব্দ হলেও সে মাথা তুলবে। বিড়ালের এই আয়েস করে ঘুমকে ‘ক্যাট ন্যাপ’ বলে। অনেক সময় বিড়াল পরিপার্শ্ব বুঝতেও এমন ঘাপটি মেরে শুয়ে থাকে। গভীর ভাবে তারা বড়জোর ৩-৪মিনিট ঘুমায়।

ঘুমের ব্যাপারটা বিড়ালের কিছুটা উত্তরাধিকার সূত্রে পাওয়া। বন্য বিড়াল এবং পোষ্য বিড়ালের তফাত আছে জীবনযাপনে। বুনো বিড়ালকে শিকার করে খেতে হয়। সে কারণে, শিকারের সময়টুকু ছাড়া বাকি সময় তারা আলসেমি করে ঘুমিয়ে কাটায় শক্তি সঞ্চয় করে রাখার জন্য। তবে রাত বিরেতে হঠাৎ করে মনিব বা বাড়ির সদস্যদের দিকে চেয়ে থাকার নেপথ্য থাকতে পারে অন্য ব্যাখ্যাও। এমনটাই বলছেন উত্তরপ্রদেশের অম্বেডকর নগরের অভিজ্ঞ পশুরোগ চিকিৎসক দীপরাজ প্রজাপতি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিড়ালের এমন আচরণের পিছনে তার স্বভাবজাত কারণ রয়েছে। এমনিতে তারা শিকারি প্রাণী। ফলে সকালে এবং রাতে তারা বিশেষ ভাবে সতর্ক থাকে। কখনও মাঝরাতে বাড়ির সদস্যদের দিকে তাকিয়ে থাকে তারা স্বভাবজাত কৌতূহলের বশে। কখনও আবার দেখভালকারীদের সঙ্গে গভীর মানসিক সংযোগ তৈরি হয় পোষ্যের।বিড়ালের এই নিঃশব্দে তাকিয়ে থাকার পিছনে পরিপার্শ্ব বোঝা এবং মনিবের নিরপত্তার দিকটিও কাজ করে।

চিকিৎসকের কথায়, কোন বিড়াল ঠিক কী কারণে এমন আচরণ করছে নিশ্চিত হওয়া না গেলেও, অনেক সময় বাড়ির সদস্যদের সঙ্গে গভীর সম্পর্ক থাকে এমন আচরণের নেপথ্যে। শিশুরা যেমন ঘুমের সময় পাশে মাকে আশা করে কিংবা চায় পছন্দের মানুষটি তার কাছে থাকবে, মার্জারের ক্ষেত্রেও তেমনটা হয়। হতে পারে, সে চোখ খুলে দেখে নিতে চায় যার পাশে সে শুয়েছিল সে কাছেই আছে কি না। এর সঙ্গে নিরাপত্তার বোধ জড়িয়ে থাকে।

আবার চিকিৎসকের কথায়, বিড়াল সবসময় নিজের চাহিদার বিষয়ে ভীষণ সরব নয়। ফলে হতেই পারে, তারা নিঃশব্দে অপেক্ষা করছে মনিবের ঘুম থেকে ওঠার। তার পর সে তার কথা বা চাহিদা বোঝাতে চেষ্টা করবে। এমন নানা ব্যাখ্যাই থাকতে পারে নেপথ্য।

কখন সতর্কতা জরুরি?

ঘুম ভেঙে যদি প্রায়ই লক্ষ করেন পোষ্য মার্জার না ঘুমিয়ে আপনার দিকে তাকিয়ে রয়েছে, তা হলে একটু সতর্ক হওয়া ভাল। বিশেষত বিড়ালের বয়স হলে বা কোনও অসুখ থাকলে। অনেক সময় অসুস্থতা, ব্যথা বা শরীরিক অস্বস্তির জন্য সে ঘুমোতে পারছে না এমনটাও হতে পারে। এ ক্ষেত্রে পশুরোগ চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে পোষ্যের শারীরিক পরীক্ষা করিয়ে নেওয়া ভাল।

Advertisement
আরও পড়ুন