Celeb Approved Holi Fashion

দোলের সাজ গুছিয়ে নিন তারকাদের মতো করে, রং খেলতে নামার আগে দেখে নিন তাঁদের ফ্যাশন

বলিউডের তারকাদের দেখে ভারতীয়েরা অনেক কিছুই অনুকরণ করেন নিত্যদিনের জীবনযাপনে। তাঁরা দোলে কেমন সাজেন, খুঁজে দেখল আনন্দবাজার ডট কম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০৯:৫০

ছবি: ইনস্টাগ্রাম।

আলমারি থেকে পুরনো জামা বের করে গুছিয়ে রেখেছেন তো দোলের সকালে পরবেন বলে? রং চটা জামা প্যান্ট রং খেলার জন্যই তুলে রেখেছিলেন এত দিন। দোল খেলার পরে সেটি বাতিল হবে। কিন্তু দোলেও কি একটু ফ্যাশন করা যাবে না? তার জন্য নতুন জামা কেনার দরকার নেই। ব্যবহার করা জামাও একটু বুদ্ধি খরচ করে পরে ফ্যাশন করা যায়। কেউ কেউ অবশ্য দোলের জন্য আলাদা জামা কাপড়ও কেনেন। সেই সব জামা কাপড় পরে কী ভাবে সাজবেন, তা তারকাদের দেখে শিখে নিতে পারেন।

Advertisement

বলিউডের তারকাদের দেখে ভারতীয়েরা অনেক কিছুই অনুকরণ করেন নিত্যদিনের জীবনযাপনে। তাঁরা দোলে কেমন সাজেন, খুঁজে দেখল আনন্দবাজার ডট কম।

সাদা শালোয়ার

সিনেমার রং খেলার দৃশ্যের ধ্রুপদী পোশাক। ‘রং বর্ষে’ গানে রেখাও পরেছিলেন। এখনকার নায়িকারাও পরেন। ছবিতে তামান্না ভাটিয়া, করিশ্মা কপূর, কৃতি শ্যানন পরেছেন সাদা সালোয়ার। তামান্না আর কৃতি আবার তার সঙ্গে গলায় ফেলেছেন গোলাপি নকশাদার ওড়না। হাতে চুরির গাছা। তাতেই মোহময়ী তিন জন।

বাসন্তী

বসন্তোৎসবে বাসন্তী রঙই তো মানায়। অনন্যা পান্ডে বসন্তের সেই রঙকেই আপন করে নিয়েছেন। পরেছেন হলুদ শালোয়ার কুর্তা। তার সঙ্গে গালের গোলাপি আভা আরও রঙিন করে তুলেছে তাঁকে।

গোলাপি

আবিরের রং। তাই দোলের পোশাকের জন্যও আদর্শ। গালে গাঢ় গোলাপি আবিরে রাঙাতে ভালবাসেন মেয়েরা। তাতে নাকি তাঁদের রূপ আরও খোলে। সেই একই রঙের শাড়ি পরেছেন আলিয়া ভট্ট। সঙ্গে বীপরিত রঙের রং মিলন্তি তৈরি করতে পরেছেন স্লিভলেস সবুজ ব্লাউজ়। দোলে শাড়ি পরার কথা ভাবলে আলিয়ার মতো শাড়ি আর ব্লাউজ় বেছে নিতেই পারেন। অথবা কৃতির মতো গোলাপি শাড়ির সঙ্গে পরতে পারেন ঝিকমিকে নজর টানা ব্লাউজ়।

জোড়ায়

তারকা দম্পতিরা যখন দোলের উৎসবে যোগ দেন তাদের অনেককেই দেখা যায় রং মিলিয়ে সাদা পোশাক পরতে। ছবিতে কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্র যেমন পরেছেন সাদা রঙের শার্ট। জিন্সের সঙ্গে দু’জনে এমন সাদা শার্ট পরতে পারেন। সঙ্গে থাক সিড-কিয়ারার মতোই একটু অন্য ধরনের রোদচশমা। প্রিয়ঙ্কা চোপড়া আর নিক জোনাস আবার দোলের পার্টির জন্য বেছে নিয়েছেন ডিজ়াইনার পোশাক। সাদা রঙের কুর্তা পাজামায় রঙির কাপড়ের ছোট ছোট অ্যাপ্লিক নিকের পোশাকে। প্রিয়ঙ্কা পরেছেন একই ধরনের লং ড্রেস। তাতে রঙিন সুতোর কচ্ছের কাজ।

সাহসী

দোল মানেই একটু বাড়তি সাহস দেখানোর সুযোগ নেওয়া। পোশাকেও সেই সাহস দেখাতে চাইলে পরতে পারেন ক্যাটরিনার মতো ক্রপ টপ বা বিকিনি টপ। সঙ্গে স্লিটেড স্কার্ট। উপরে পরে নিন ফিনফিনে শ্রাগ যেমনটি ক্যাটরিনা পরেছেন।

জেন-জ়ি

দোল খেলার আনন্দে মাতেন সব বয়সের মানুষ। তবে দোলের ফ্যাশন নিয়ে অনেক বেশি সচেতন জেন-জ়ি। ক্যাজ়ুয়াল অথচ কেতাদুরস্ত— এই হল তাঁদের ফ্যাশনের মূল মন্ত্র। ছবিতে বেদাং রায়না যেমন পরেছেন সাদা ট্রাউজ়ারের সঙ্গে সাদার উপর রঙিন নকশা করা হাফ শার্ট। সঙ্গে উজ্জ্বল রঙের জুতো। রবিনা ট্যান্ডনের কন্যার জিন্সটি আবার নজর কাড়া। তার সঙ্গে তিনি বেছে নিয়েছে আবির রঙের শার্ট।

Advertisement
আরও পড়ুন