Imported car price in India

‘জননীর আশীর্বাদে’ এ বার মধ্যবিত্তের গ্যারাজেও বিলাসবহুল গাড়ি! কতটা দাম কমছে মার্সিডিজ়-অডি-বিএমডব্লিউ-রোলস রয়েসের?

ইউরোপ থেকে আসা গাড়ির উপর ১১০ শতাংশ শুল্ক রয়েছে। বর্তমান করকাঠামোয় প্রায় ১ কোটি টাকার মূল্যের একটি ইউরোপীয় গাড়ির ভারতে এক্স শোরুম মূল্য দাঁড়ায় প্রায় ৩ কোটি টাকা। বাণিজ্যচুক্তির ফলে বিদেশি বিলাসবহুল গাড়ির দাম কত কমবে, রইল তারই সম্ভাব্য তালিকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১১:৫৫
০১ ১৬
Imported car price in India

২৭টি ইউরোপীয় দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের দরজা খুলে দিল মুক্ত বাণিজ্যচুক্তি। দীর্ঘ প্রতীক্ষিত ঐতিহাসিক এই ‘ফ্রি ট্রেড এগ্রিমেন্ট’ (এফটিএ) চূড়ান্ত হওয়ার পর দেশীয় বাণিজ্যের পালে হাওয়া লাগবে বলে আশাবাদী ব্যবসায়ীমহল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্কযুদ্ধের’ কারণে ঝিমিয়ে পড়া অর্থনীতিকে সার-জল জোগাবে এই চুক্তি।

০২ ১৬
Imported car price in India

এই চুক্তিকে ভারতের ‘বৃহত্তম বাণিজ্যচুক্তি’ বলে উল্লেখ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীকে আরও এক বার মনে করিয়ে দিয়েছেন যে, গোটা বিশ্ব এই চুক্তিকে ‘সব চুক্তির জননী’ বলে বর্ণনা করছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনও এই চুক্তির প্রশংসা করেছেন।

০৩ ১৬
Imported car price in India

ইউরোপের ২৭টি দেশের পণ্যে শুল্ক হ্রাস বা প্রত্যাহার হওয়ায় ভারতের বাজারে যে সব পণ্যের দাম কমবে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বিদেশি বিলাসবহুল গাড়ি। বর্তমানে ভারতীয় বাজারে ইউরোপ থেকে আসা গাড়ির উপর ১১০ শতাংশ শুল্ক রয়েছে। সেই শুল্ক ১০ শতাংশে নেমে আসতে পারে। চুক্তিতে বলা হয়েছে এই শুল্কহারে বছরে আড়াই লক্ষ গাড়ি আমদানি করা যাবে।

Advertisement
০৪ ১৬
Imported car price in India

প্রথম পর্যায়ে, ইউরোপের দেশগুলিতে তৈরি যানবাহনের জন্য শুল্ক প্রায় ৪০ শতাংশে নেমে আসবে বলে আশা করছে গাড়িবিক্রেতারা। তার পরে জিএসটি এবং সেস বসবে। পরে দীর্ঘ মেয়াদে শুল্ক ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে। শেষমেশ তা ১০ শতাংশে নেমে আসবে বলে আশা করছেন গাড়িবিক্রেতা সংগঠনের কর্তারা।

০৫ ১৬
Imported car price in India

সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, সরকার ২৭টি দেশের ব্লক থেকে সীমিত সংখ্যক গাড়ির উপর কর কমাতে সম্মত হয়েছে। এই সব ইউরোপীয় গাড়িগুলির আমদানি মূল্য ১৫,০০০ ইউরোর (প্রায় ১৬ লক্ষ ৫০ হাজার টাকা) বেশি। এর ফলে ভক্সওয়াগেন, মার্সিডিজ়-বেঞ্জ এবং বিএমডব্লিউ, পোর্শে, ল্যান্ড রোভার, ভলভোর মতো ইউরোপীয় গাড়িনির্মাতাদের ভারতীয় বাজারে প্রবেশাধিকার অনেকটাই মসৃণ হবে। বিক্রির দিক থেকে আমেরিকা এবং চিনের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার রয়েছে ভারতেই।

Advertisement
০৬ ১৬
Imported car price in India

এখনও পর্যন্ত ইউরোপ থেকে আমদানি করা ‘বিল্টআপ’( প্রস্তুতকারক সংস্থা থেকে সরাসরি ব্যবহারযোগ্য অবস্থায় আসা) গাড়িগুলিতে আরোপ করা হত বিশ্বের সর্বোচ্চ গাড়ি শুল্ক। এই ধরনের বাহনগুলিতে ৭০ শতাংশ আমদানি কর বসানো হত। তার উপর চাপত ৪০ শতাংশ কৃষি পরিকাঠামো উন্নয়ন সেস। পাশাপাশি ২৮ শতাংশ আইজিএসটি ও ক্ষতিপূরণ সেস চাপত। ফলে ভারতের বাজারে চোখধাঁধানো বিদেশি গাড়ির দামের উপর ১৪০-১৭০ শতাংশের বিপুল কর চাপত।

০৭ ১৬
Imported car price in India

৪০,০০০ ডলারের নীচের আমদানি করা গাড়ির উপর ৭০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করা হয়। যে সব গাড়ির দাম ৪০ হাজার ডলারের উপর, সেগুলির উপর ১১০ শতাংশ হারে কর বসানো হয়। বর্তমান করকাঠামোয় প্রায় ১ কোটি টাকার মূল্যের একটি ইউরোপীয় গাড়ির ভারতে এক্স শোরুম মূল্য দাঁড়ায় প্রায় ৩ কোটি টাকা।

Advertisement
০৮ ১৬
Imported car price in India

প্রাথমিক ভাবে ৪০ শতাংশ শুল্কহ্রাসের ফলে করের বোঝা অনেকটাই নেমে আসবে বলে আশা করছেন ব্যবসায়ী ও ক্রেতারা। বর্তমানের তুলনায় দাম ৪০-৫০ শতাংশ হ্রাস পাবে বলে আশাবাদী গাড়িপ্রেমীরা। তবে প্রাথমিক পর্যায়ে করছাড়ের সুবিধাটি কেবলমাত্র পেট্রল এবং ডিজ়েল গাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বৈদ্যুতিক যানবাহনগুলি প্রথম পাঁচ বছরের জন্য চুক্তি থেকে বাদ থাকবে।

০৯ ১৬
Imported car price in India

প্রাথমিক ভাবে ৪০ শতাংশ শুল্কহ্রাসের ফলে করের বোঝা অনেকটাই নেমে আসবে বলে আশা করছেন ব্যবসায়ী ও ক্রেতারা। বর্তমানের তুলনায় দাম ৪০-৫০ শতাংশ হ্রাস পাবে বলে আশাবাদী গাড়িপ্রেমীরা। তবে প্রাথমিক পর্যায়ে করছাড়ের সুবিধাটি কেবলমাত্র পেট্রল এবং ডিজ়েল গাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বৈদ্যুতিক যানবাহনগুলি প্রথম পাঁচ বছরের জন্য চুক্তি থেকে বাদ থাকবে।

১০ ১৬
Imported car price in India

মার্সিডিজ়-বেঞ্জের জি-ক্লাসের মতো বিলাসবহুল এসইউভির এক্স শোরুমের দাম বর্তমানে ২.৯ থেকে ৪ কোটি টাকা। নতুন কর চালু হলে সেই দাম ২ থেকে ২.৭ কোটিতে নেমে আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট মহল।

১১ ১৬
Imported car price in India

ল্যান্ড রোভার ডিফেন্ডার ১৩০ বিলাসবহুল ও ৮ আসনবিশিষ্ট বিলাসবহুল এসইউভি। ৫.৩ মিটারের বেশি লম্বা গাড়িটি অফ-রোড এবং শহরের রাস্তায় চলার জন্য উপযুক্ত। এক্স শোরুম মূল্য ১.৭–২ কোটি টাকা থেকে কমে ১.১৫ কোটি টাকায় নেমে আসতে পারে।

১২ ১৬
Imported car price in India

জার্মান গাড়িনির্মাতা সংস্থা পোর্শের স্পোর্টসকার হল ৯১১ সিরিজ়ের গাড়ি। বেস মডেলের দাম শুরু ২ কোটি টাকা থেকে। ৩.৮৪ কোটি টাকা পর্যন্ত হতে পারে এর দাম। করের কাঠামো পাল্টালে বেস মডেলের দাম কমে ১.৩ কোটি টাকা হতে পারে। ২.৬ কোটি টাকায় নেমে আসতে পারে টপ মডেল ৯১১ টার্বোর দাম।

১৩ ১৬
Imported car price in India

বিশ্বের দ্রুততম এসইউভির মধ্যে একটি হল অডি আরএস কিউ ৮। শূন্য থেকে ১০০ কিমি/ঘণ্টার গতি তুলতে সময় লাগে মাত্র ৩.৬ থেকে ৩.৮ সেকেন্ড। ভারতে গাড়িটির এক্স শোরুম মূল্য ২.৩২ কোটি টাকা। দাম কমে ১.৬ কোটি টাকা হতে পারে।

১৪ ১৬
Imported car price in India

ব্রিটিশ গাড়িনির্মাতা সংস্থার এই গাড়িটি গ্যারাজে থাকলে চোখ টাটাবে আত্মীয়, প্রতিবেশী, বন্ধুবান্ধবদের। নামের মধ্যেই রয়েছে রাজকীয় ভাব। রোলস রয়েস। মুক্ত বাণিজ্যচুক্তির ফলে ভারতে বিক্রি হওয়া রোলস রয়েসের গোস্ট সিরিজ়ের গাড়ির দাম একধাক্কায় অনেকটাই নেমে আসতে পারে। ৬.৯৫ থেকে ৭.৯৫ কোটি টাকার গাড়িগুলির দাম অর্ধেকের কাছাকাছি হয়ে যেতে পারে। নতুন করের আওতায় ৪.৮ থেকে ৫.৫ কোটি টাকায় নেমে আসতে পারে।

১৫ ১৬
Imported car price in India

বিএমডব্লিউ গ্রুপ ইন্ডিয়ার প্রেসিডেন্ট এবং সিইও হরদীপ সিংহ ব্রার সোমবার পিটিআইকে জানিয়েছেন আমদানি করা ইউরোপীয় গাড়ির উপর শুল্কহ্রাস ভারতে বিলাসবহুল গাড়ির ব্যবসা বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করতে পারে। অন্য দিকে মার্সিডিজ়-বেঞ্জ ইন্ডিয়ার এমডি এবং সিইও সন্তোষ আইয়ার জানিয়েছেন, তাঁদের সংস্থা বাণিজ্যচুক্তিকে স্বাগত জানায়। এর ফলে বিলাসবহুল গাড়ির ক্রেতাদের উপর এক দিকে যেমন ইতিবাচক প্রভাব ফেলবে তেমনই গাড়িশিল্পকে চাঙ্গা করবে।

১৬ ১৬
Imported car price in India

একই সঙ্গে এটাও বলে রাখা ভাল যে এই করছাড় আপাতত ‘বিল্ট আপ’ গাড়ির মডেলের জন্যই প্রযোজ্য। ইউরোপীয় নির্মাতাদের যে সমস্ত গাড়ি টুকরো টুকরো হয়ে ভারতে আসে এবং তার পর দেশের মাটিতে একত্রিত করা হয় (নকড আপ) সেগুলি এই করছাড়ের আওতায় পড়বে না। অনেক বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারী সংস্থাই এ দেশে গাড়ির যন্ত্রাংশ পাঠিয়ে জুড়ে দেশীয় বাজারে বিক্রি করে। সেই সমস্ত গাড়ির দাম আপাতত অপরিবর্তিতই থাকবে বলে সূত্রের খবর।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি