Metro In Dino Cast Fees

কারও রোজগার লাখে, কারও কোটিতে! ‘মেট্রো ইন দিনো’য় অভিনয় করে কত আয় করছেন আদিত্য, সারা, কঙ্কনারা?

শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনুরাগ বসুর পরিচালনায় ‘মেট্রো ইন দিনো’। ২০০৭ সালে ‘লাইফ ইন আ… মেট্রো’ মুক্তির ১৮ বছর পর তার সিক্যুয়েল নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। তারকাখচিত এই ছবিতে অভিনয় করে কে কত পারিশ্রমিক পেলেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৩:২৩
০১ ১৯
Metro In Dino Cast

১৮ বছর পার। ২০০৭ সালে ‘লাইফ ইন আ… মেট্রো’ ছবিটি চলচ্চিত্রপ্রেমীদের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠেছিল। প্রায় দু’দশক অতিক্রম করে সেই ছবির সিক্যুয়েল ‘মেট্রো ইন দিনো’ শুক্রবার মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। প্রথম সিনেমার সঙ্গে জড়িত গায়ক কেকে এবং বলি অভিনেতা ইরফান খান দু’জনেই প্রয়াত। তা নিয়ে দর্শকের মনখারাপ যেমন রয়েছে, পাশাপাশি নতুন ছবিটি নিয়ে এক অজানা কৌতূহলও তৈরি হয়েছে তাঁদের মনে। তারকাখচিত এই ছবিতে অভিনয় করেছেন বলিউডের নামী নায়ক-নায়িকারা। তবে উপার্জনের দিক থেকে কে কাকে গোল দিলেন?

০২ ১৯
Anurag Basu and Pritam Chakraborty

২০০৭ সালে অনুরাগ বসুর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘লাইফ ইন আ… মেট্রো’। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন প্রীতম চক্রবর্তী। ১৮ বছর পর মুক্তি পাওয়া সিক্যুয়েলেও দুই বাঙালিকে একই দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে।

০৩ ১৯
Konkona Sen Sharma

অভিনেতাদের তালিকায় প্রায় সকলেই নতুন মুখ। অর্থাৎ, ১৮ বছর আগেকার ‘লাইফ ইন আ… মেট্রো’ ছবির তারকাদের সঙ্গে কোনও মিল নেই বাঙালি অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা ছাড়া। ‘লাইফ ইন আ… মেট্রো’ ছবিতে ইরফানের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। ‘মেট্রো ইন দিনো’ ছবিতে বলি অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে কঙ্কনাকে।

Advertisement
০৪ ১৯
Konkona Sen Sharma

বলিপাড়ার গুঞ্জন, পারিশ্রমিকের দিক থেকে পঙ্কজের চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছেন কঙ্কনা। ‘মেট্রো ইন দিনো’ ছবিতে অভিনয় করতে আনুমানিক ৭৫ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত আয় করেছেন বাঙালি অভিনেত্রী।

০৫ ১৯
Pankaj Tripathi

বলিউডের একাংশের দাবি, ‘মেট্রো ইন দিনো’ ছবিতে অভিনয় করে আনুমানিক ৪ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন পঙ্কজ। অর্থাৎ, কঙ্কনার চেয়ে প্রায় চার গুণ বেশি আয় করেছেন অভিনেতা।

Advertisement
০৬ ১৯
Aditya Roy Kapur

বহু বছর পর বলি অভিনেতা আদিত্য রায় কপূরকে রোম্যান্টিক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ‘আশিকি ২’-এ অভিনয়ের পর রোম্যান্টিক চরিত্রে দর্শক তাঁকে পছন্দ করেছিল।

০৭ ১৯
Aditya Roy Kapur

২০২৩ সালে ওটিটির পর্দায় ‘দ্য নাইট ম্যানেজার’ নামের ওয়েব সিরিজ়ে শেষ অভিনয় দেখা গিয়েছিল আদিত্যের। কানাঘুষো শোনা যায়, ‘মেট্রো ইন দিনো’ ছবিতে অভিনয় করে ৫ থেকে ৬ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক আদায় করেছেন আদিত্য।

Advertisement
০৮ ১৯
Sara Ali Khan

‘মেট্রো ইন দিনো’ ছবিতে আদিত্যের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে বলি অভিনেত্রী সারা আলি খানকে। বড় পর্দার পিছনেও আদিত্য এবং সারার সম্পর্কের রসায়ন নিয়ে বলিপাড়ায় গুঞ্জন শোনা যেতে শুরু করেছে। বলিউডের একাংশের মতে, অনন্যা পাণ্ডের সঙ্গে বিচ্ছেদের পর নাকি সারায় মন মজেছে আদিত্যের। তবে এখনও কেউই তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

০৯ ১৯
Sara Ali Khan

পারিশ্রমিকের দিক থেকে সারার চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন আদিত্য। বলিপাড়ার জনশ্রুতি, ‘মেট্রো ইন দিনো’ ছবিতে অভিনয় করে ৩ কোটি টাকা আয় করেছেন পটৌডী রাজপরিবারের নাতনি।

১০ ১৯
Ali Fazal

‘মেট্রো ইন দিনো’ ছবিতে গায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে বলি অভিনেতা অলী ফজ়লকে। বলিপাড়া সূত্রে খবর, এই ছবিতে অভিনয় করে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা উপার্জন করেছেন ‘মির্জ়াপুর’-এর গুড্ডু পণ্ডিত।

১১ ১৯
Fatima Sana Shaikh

অলীর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে ‘দঙ্গল’ ছবির অভিনেত্রী ফতিমা সানা শেখকে। বলিউডের জনশ্রুতি, অলীর চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন নায়িকা।

১২ ১৯
Fatima Sana Shaikh

বলিউডের একাংশের দাবি, ‘মেট্রো ইন দিনো’ ছবিতে অভিনয় করে আনুমানিক ১ কোটি টাকা আয় করেছেন ফতিমা।

১৩ ১৯
Anupam Kher

অনুরাগের ‘মেট্রো ইন দিনো’ ছবিতে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। জানা গিয়েছে যে, এই ছবিতে অভিনয় করে ৩ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়েছেন।

১৪ ১৯
Neena Gupta

‘মেট্রো ইন দিনো’ ছবিতে অনুপমের সঙ্গে বড় পর্দায় জুটি বেঁধেছেন বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্ত। তবে, অনুপমের পারিশ্রমিকের পরিমাণ নীনার পারিশ্রমিকের চেয়ে ঢের বেশি। বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে।

১৫ ১৯
Neena Gupta

বলিউডের জনশ্রুতি, ‘মেট্রো ইন দিনো’ ছবিতে অভিনয় করে ৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়েছেন ৬৬ বছর বয়সি অভিনেত্রী নীনা।

১৬ ১৯
Neena Gupta

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ়ের চতুর্থ পর্ব। এই সিরিজ়ে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে নীনাকে। জানা গিয়েছে, আট পর্বের এই সিরিজ়ে অভিনয় করে পর্বপ্রতি ৫০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।

১৭ ১৯
Saswata Chatterjee

‘মেট্রো ইন দিনো’ ছবিতে অভিনয় করেছেন বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তবে তিনি কত পারিশ্রমিক পেয়েছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি।

১৮ ১৯
Metro In Dino Cast

বলিপাড়া সূত্রে খবর, ‘মেট্রো ইন দিনো’ ছবিটির প্রযোজনা বাবদ ইতিমধ্যেই ৮৫ কোটি টাকার বেশি খরচ হয়েছে। ইতিমধ্যেই এই ছবির স্বত্ব কিনে ফেলেছে এক জনপ্রিয় ওটিটি সংস্থা।

১৯ ১৯
Anurag Basu with Sara Ali Khan and Aditya Roy Kapur

বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে যে, অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ ছবিটি ৪০ কোটি টাকা খরচ করে কিনে ফেলেছে নেটফ্লিক্স। আগামী কয়েক মাসের মধ্যেই সেই ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি