Virat Kohli vs Kumar Sangakkara

বিরাট কোহলি বনাম কুমার সঙ্গকারা, পাঁচ দিনের ক্রিকেটে কে এগিয়ে? কী বলছে টেস্টের পরিসংখ্যান?

দুই মহারথীর লড়াইয়ে কে এগিয়ে আর কে পিছিয়ে? কী বলছে পরিসংখ্যান?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১৫:৪৯
০১ ১২
Virat Kohli

সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। সাদা জার্সিতে আর খেলতে দেখা যাবে না ভারতের অন্যতম সেরা ব্যাটারকে।

০২ ১২
Kumar Sangakkara

বর্ণময় কেরিয়ারে ১২৩টি টেস্ট খেলেছেন কোহলি। গড়েছেন বহু রেকর্ড। পাঁচ দিনের ফর্ম্যাট থেকে কিং কোহলি সরে যাওয়ার পর বিভিন্ন ক্রিকেটারের সঙ্গে শুরু হয়েছে তাঁর তুলনা। সেই তালিকায় অন্যতম নাম কুমার সঙ্গকারার।

০৩ ১২
Kumar Sangakkara

শ্রীলঙ্কা তো বটেই, উপমহাদেশের সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি ব্যাটার সঙ্গকারা। কেরিয়ারে তিনি খেলেছেন ১৩৪টি টেস্ট। দুই মহারথীর লড়াইয়ে কে এগিয়ে আর কে পিছিয়ে? কী বলছে পরিসংখ্যান?

Advertisement
০৪ ১২
Virat Kohli

১২৩টি টেস্টে কোহলি খেলেছেন ২১০টি ইনিংস। সেখানে সঙ্গকারা ১৩৪টি টেস্টে খেলেছেন ২৩৩টি ইনিংস।

০৫ ১২
Virat Kohli

২৩৩ ইনিংসে ১২৪০০ রান করেছেন শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটার। সেখানে ২১০ ইনিংসে ৯২৩০ রান করেছেন কোহলি। অর্থাৎ, মোট রানের নিরিখে অনেকটাই পিছিয়ে কেরিয়ার শেষ করলেন কোহলি।

Advertisement
০৬ ১২
Virat Kohli

বাঁহাতি ব্যাটারের চেয়ে ব্যাটিং গড়েও অনেকটাই পিছিয়ে বিরাট। টেস্টে সঙ্গকারার ব্যাটিং গড় ৫৭.৪। সেখানে কোহলির গড় ৪৬.৮৫।

০৭ ১২
Virat Kohli

শতরান এবং অর্ধশতরানেও পিছিয়ে রয়েছেন বিরাট। বাঁহাতি ব্যাটারের শতরান এবং অর্ধশতরানের সংখ্যা যথাক্রমে ৩৮ এবং ৫২। সেখানে বিরাটের শতরান এবং অর্ধশতরানের সংখ্যা ৩০ এবং ৩১।

Advertisement
০৮ ১২
Kumar Sangakkara

দ্বিশতরানের নিরিখেও বিরাটের চেয়ে এগিয়ে সঙ্গকারা। কেরিয়ারে ১১টি দ্বিশতরান করেছেন বাঁহাতি ব্যাটার। কোহলি করেছেন ৭টি।

০৯ ১২
Virat Kohli

বাউন্ডারি এবং ওভার বাউন্ডারির নিরিখেও বাঁহাতি সঙ্গকারার চেয়ে অনেকটাই পিছিয়ে ডানহাতি বিরাট।

১০ ১২
Kumar Sangakkara

সঙ্গকারা যেখানে কেরিয়ারে ১৪৯১টি বাউন্ডারি এবং ৫১টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন, সেখানে বিরাট মেরেছেন ১০২৭টি বাউন্ডারি এবং ৩০টি ওভার বাউন্ডারি।

১১ ১২
Virat Kohli

তবে স্ট্রাইক রেটে সঙ্গকারাকে মাত দিয়েছেন বিরাট। বাঁহাতি ব্যাটারের স্ট্রাইক রেট যেখানে ৫৪.১৯, সেখানে বিরাটের স্ট্রাইক রেট ৫৫.৫৭।

১২ ১২
Virat Kohli vs Kumar Sangakkara

ফলে পাঁচ দিনের ক্রিকেটের পরিসংখ্যান বিচার করলে বিরাটের চেয়ে খানিকটা এগিয়েই থাকবেন সঙ্গকারা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি