Celebrity Fitness Trainer

ছিলেন পাহারাদার, ১৮ মাসে ১০৮ কেজি ওজন ঝরিয়েছিলেন অনন্তের, ঘণ্টায় কত পারিশ্রমিক ফিটনেস প্রশিক্ষকের?

অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, শিল্পা শেট্টি এমনকি জন আব্রাহমের মতো বলি তারকাদেরও প্রশিক্ষণ দিয়েছেন বিনোদ চন্না। রাতারাতি ফিটনেস প্রশিক্ষক হিসাবে তারকামহলে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। পারিশ্রমিকও তরতর করে বাড়তে থাকে তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ০৯:৫৩
০১ ১৫
Vinod Channa

চরম দারিদ্রে বড় হয়ে ওঠা। ‘হাড় জিরজিরে’ বলে ডেকে খেপাতেন লোকজন। দুধ-ডিম খাওয়ার মতোও টাকাপয়সা ছিল না তাঁর। সেই তরুণই বর্তমানে তারকাদের ফিটনেস প্রশিক্ষক। মাথার উপর একসময় যাঁর নড়ব়ড়ে ছাদ ছিল, তিনি বর্তমানে ১৫ কোটি টাকা সম্পত্তির মালিক।

০২ ১৫
Vinod Channa

মুম্বইয়ের দাদরে খেটে খাওয়া মানুষের এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন বিনোদ চন্না। নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল বিনোদের। সংসারের খরচ চালাতে কম বয়সেই পাহারাদারের চাকরিতে যোগ দেন তিনি।

০৩ ১৫
Vinod Channa

ছোট থেকেই শরীরচর্চা করার শখ ছিল বিনোদের। চাকরি পাওয়ার পর শরীরচর্চা করা শুরু করেন তিনি। পরে মুম্বইয়ের বান্দ্রার একটি জিমে ফিটনেস প্রশিক্ষকের চাকরি শুরু করেন বিনোদ।

Advertisement
০৪ ১৫
Vinod Channa

গোড়ার দিকে আলাদা ভাবে জিমের কোনও সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ পাননি। উদ্দেশ্যহীন ভাবে জিমের ভিতরে ঘুরে বেড়াতেন তিনি। ধীরে ধীরে লোকজনের সঙ্গে পরিচিতি তৈরি হয় বিনোদের।

০৫ ১৫
Vinod Channa

টানা ১২ বছর বান্দ্রার জিমে ফিটনেস প্রশিক্ষক হিসাবে চাকরি করেন বিনোদ। কিন্তু বেশি পারিশ্রমিক পাওয়ার আশায় অন্যত্র চাকরি খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন অনবরত। অবশেষে সে সুযোগও পেয়ে যান তিনি।

Advertisement
০৬ ১৫
Riteish Deshmukh

বলি অভিনেতা রীতেশ দেশমুখের এক আত্মীয়ের নজর পড়েছিল বিনোদের প্রতি। রীতেশের কাছে বিনোদের গুণগান গেয়েছিলেন তিনি। রীতেশও তাঁর কাছে শরীরচর্চার প্রশিক্ষণ নিতে শুরু করেন।

০৭ ১৫
Riteish Deshmukh

বলিপাড়া সূত্রে খবর, রীতেশ যখন পেশার খাতিরে সারা বিশ্বে অনুষ্ঠান করতে বেরিয়েছিলেন, তখন তাঁর সঙ্গী ছিলেন বিনোদ। অনুষ্ঠান করতে গিয়েও বিনোদের কাছে শরীরচর্চার প্রশিক্ষণ নিতেন অভিনেতা।

Advertisement
০৮ ১৫
Vinod Channa with John Abraham

অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, শিল্পা শেট্টি, এমনকি জন আব্রাহমের মতো বলি তারকাদেরও প্রশিক্ষণ দিয়েছেন বিনোদ। রাতারাতি ফিটনেস প্রশিক্ষক হিসাবে তারকামহলে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। পারিশ্রমিকও তরতর করে বাড়তে থাকে তাঁর।

০৯ ১৫
Vinod Channa with Shilpa Shetty

ঘণ্টাখানেক শরীরচর্চার প্রশিক্ষণ দেওয়ার পরিবর্তে ২৫ হাজার টাকা পারিশ্রমিক আদায় করতেন বিনোদ। বলি তারকাদের পাশাপাশি শিল্পপতিদের ঘরেও প্রশিক্ষণ দিতে যেতে শুরু করেন তিনি।

১০ ১৫
Ananya Birla

আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার মেয়ে অনন্যা বিড়লাও নাকি শরীরচর্চার জন্য বিনোদের পরামর্শ নেওয়া শুরু করেন। জনপ্রিয়তার পাশাপাশি ব্যস্ততাও বাড়তে শুরু করে বিনোদের।

১১ ১৫
Anant Ambani with Vinod Channa

এক সাক্ষাৎকারে বিনোদ জানিয়েছিলেন, কেরিয়ারে সাফল্যের চূড়ায় থাকাকালীন দিনে টানা ১৬ ঘণ্টা করে কাজ করতেন তিনি। অম্বানীর পরিবারেও ফিটনেস প্রশিক্ষক হিসাবে কাজ শুরু করেন বিনোদ।

১২ ১৫
Anant Ambani

মুকেশ এবং নীতা অম্বানীর পাশাপাশি তাঁদের কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানীকে একসময় ছিপছিপে করে তোলার নেপথ্যে পরামর্শ ছিল বিনোদের। ১৮ মাসে ১০৮ কেজি ওজন ঝরানো মুখের কথা নয়। সেই কঠিন কাজও সম্ভব করে তোলেন বিনোদ।

১৩ ১৫
Vinod Channa with Anant Ambani

১৮ মাসের মধ্যে অম্বানী-পুত্রের ১০৮ কেজি ওজন কমিয়ে ফেলানোর পর চর্চায় আসেন বিনোদ। দেশের অধিকাংশ ধনী, শিল্পপতি পরিবারের সদস্যেরা ফিট থাকতে বিনোদকেই ফিটনেস প্রশিক্ষক হিসাবে বেছে নেন।

১৪ ১৫
Vinod Channa

বর্তমানে মুম্বইয়ে নিজের একটি জিম খুলে ফেলেছেন বিনোদ। অনলাইনেও শরীরচর্চার প্রশিক্ষণ দেন তিনি। ইতিমধ্যে ইনস্টাগ্রামের পাতায় তাঁর অনুগামীর সংখ্যা ১ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।

১৫ ১৫
Vinod Channa

সংবাদমাধ্যম সূত্রে খবর, বর্তমানে ৫-৬টি বাড়ি কিনে ফেলেছেন বিনোদ। সংগ্রহে দামি গাড়িও রয়েছে তাঁর। সব মিলিয়ে বর্তমানে ১৫ কোটি টাকা সম্পত্তির মালিক তিনি।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি