Bollywood Gossip

১৯ বছরের সংসার ভাঙার পর মডেলের সঙ্গে ক্ষণিকের প্রেম! রবীনার ‘ঘটকালিতে’ ২৩ বছরের ছোট রূপটানশিল্পীকে জীবনসঙ্গী করেন আরবাজ়

মডেল-প্রেমিকা জানিয়েছিলেন যে, আরবাজ়ের সঙ্গে সম্পর্ক জড়ালেও তাঁরা যে কোনও দিন বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না তা স্থির ছিল। কারণ তাঁরা দু’জনে মানুষ হিসাবে সম্পূর্ণ আলাদা ছিলেন। প্রেমের সম্পর্ক টিকলেও সংসারের বাঁধন-দায়িত্ব সামলাতে পারতেন না তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১৭:৩১
০১ ১৯
Arbaaz Khan and Sshura Khan

১৯ বছরের সংসার ভাঙার পর প্রেম হয়েছে। প্রেম ভেঙেছে। আবার প্রেমে পড়েছেন বলি অভিনেতা আরবাজ় খান। পরে ২৩ বছরের ছোট প্রেমিকাকে বিয়ে করেন নায়ক। বিয়ের প্রায় দু’বছর পর ৫৮ বছর বয়সে আবার পিতৃসুখ লাভ করেন তিনি। কন্যাসন্তানের জন্ম দিলেন তাঁর স্ত্রী সুরা খান।

০২ ১৯
Arbaaz Khan and Sshura Khan

২০২৩ সালের ২৪ ডিসেম্বর ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও পরিবারের উপস্থিতিতে দ্বিতীয় বিয়ে সেরেছিলেন আরবাজ়। অভিনেত্রী না হলেও সুরার সঙ্গে রয়েছে বলিউডের যোগসূত্র। রবীনা টন্ডন-সহ বলিউডের পরিচিত নায়িকাদের রূপটানশিল্পী সুরা। এমনকি, রবীনার মাধ্যমেই সুরার সঙ্গে আলাপ হয়েছিল আরবাজ়ের।

০৩ ১৯
Raveena Tandon

২০২৪ সালে ওটিটি প্ল্যাটফর্মে ‘পটনা শুক্লা’ নামের একটি হিন্দি ছবি মুক্তি পেয়েছিল। আরবাজ়ের প্রযোজনায় সেই ছবির নায়িকা ছিলেন রবীনা। রবীনার রূপটানশিল্পী হিসাবে সেটে হাজির থাকতে হত সুরাকে।

Advertisement
০৪ ১৯
Arbaaz Khan and Sshura Khan

বলিপাড়া সূত্রে খবর, সুরার সঙ্গে গোড়ার দিকে পেশাগত সম্পর্ক ছিল আরবাজ়ের। শুধুমাত্র রবীনার মেকআপ সংক্রান্ত কোনও আলোচনা করতেই সুরার সঙ্গে কথা হত আরবাজ়ের। সেট থেকে আলাপ হলেও ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব দানা বাঁধতে থাকে।

০৫ ১৯
Arbaaz Khan and Sshura Khan

কানাঘুষো শোনা যায়, শুটিংয়ের পর মাঝেমধ্যেই কোনও রেস্তরাঁয় খেতে যেতেন আরবাজ় এবং সুরা। একসঙ্গে সময়ও কাটাতেন তাঁরা। কিন্তু তা সব ছিল আড়ালে-আবডালে। প্রায় এক বছর ধরে নিজের সম্পর্ক গোপনে রেখেছিলেন আরবাজ়।

Advertisement
০৬ ১৯
Arbaaz Khan and Sshura Khan

২০২৩ সালের ২৪ ডিসেম্বর ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও পরিবারের উপস্থিতিতে দ্বিতীয় বিয়ে সারেন আরবাজ়। অভিনেতা বিয়ে সারেন তাঁর বোন অর্পিতা খানের বাড়িতে।

০৭ ১৯
Arbaaz Khan and Malaika Arora

বলি অভিনেত্রী মলাইকা অরোরার সঙ্গে দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে আরবাজ়ের। মলাইকার সঙ্গেও কাজের সূত্রে আলাপ হয়েছিল অভিনেতার।

Advertisement
০৮ ১৯
Malaika Arora

মডেল হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন মলাইকা। ১৮ বছর বয়সে কফির বিজ্ঞাপনে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। বিজ্ঞাপনের সূত্রেই তাঁর আলাপ হয়েছিল আরবাজ়ের সঙ্গে। প্রথম দেখাতেই আরবাজ়ের প্রেমে পড়ে গিয়েছিলেন মলাইকা।

০৯ ১৯
Arbaaz Khan and Malaika Arora

দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর ১৯৯৮ সালের ডিসেম্বর মাসে গাঁটছড়া বেঁধেছিলেন মলাইকা এবং আরবাজ়। ২০০২ সালে পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন মলাইকা। ১৯ বছরের দাম্পত্যের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন দুই তারকা।

১০ ১৯
Malaika Arora

২০১৭ সালে আরবাজ়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল মলাইকার। বিবাহবিচ্ছেদের পরেই নাম থেকে খান পদবি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন অভিনেত্রী।

১১ ১৯
Arbaaz Khan and Giorgia Andriani

অবশ্য মলাইকার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরই সুরার প্রেমে পড়েননি আরবাজ়। ইটালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে নাম জড়িয়ে পড়েছিল অভিনেতার।

১২ ১৯
Arbaaz Khan and Giorgia Andriani

১৯৮৯ সালের ২১ মে ইটালির মিলানোয় জন্ম জর্জিয়ার। লন্ডন এবং ইটালিতেই শৈশবের অধিকাংশ সময় কাটিয়েছেন তিনি। মডেল হিসাবে কেরিয়ার শুরু করেন জর্জিয়া। বিভিন্ন নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনয়ও করতে দেখা যায় তাঁকে।

১৩ ১৯
Arbaaz Khan and Giorgia Andriani

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘গেস্ট ইন লন্ডন’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন জর্জিয়া। ‘আই লভ ইউ ট্রুলি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতেও অভিনয় করেন তিনি।

১৪ ১৯
Arbaaz Khan and Giorgia Andriani

চার বছর জর্জিয়ার সঙ্গে সম্পর্কে থাকার পর সেই প্রেমে ইতি টানেন আরবাজ়। বলিপাড়া সূত্রে খবর, ২০১৭ সাল থেকেই আরবাজ়ের সঙ্গে সম্পর্ক জর্জিয়ার। বহু বছর সম্পর্কে থাকলেও বিয়ের চিন্তাভাবনা কখনওই করেননি তাঁরা।

১৫ ১৯
Arbaaz Khan and Giorgia Andriani

এক সাক্ষাৎকারে জর্জিয়া জানিয়েছিলেন যে, আরবাজ়ের সঙ্গে সম্পর্ক জড়ালেও তাঁরা যে কোনও দিন বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না তা স্থির ছিল। কারণ তাঁরা দু’জনে মানুষ হিসাবে সম্পূর্ণ আলাদা ছিলেন। প্রেমের সম্পর্ক টিকলেও সংসারের বাঁধন-দায়িত্ব সামলাতে পারতেন না তাঁরা।

১৬ ১৯
Arbaaz Khan and Giorgia Andriani

অন্য দিকে, আরবাজ়ের প্রেমিকা হিসাবে পরিচিতি পেতে পেতে নিজের পরিচিতিই কোথাও হারিয়ে যেতে বসেছিল জর্জিয়ার। চার বছরের সম্পর্কে থাকার পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদেশি মডেল।

১৭ ১৯
Arjun Kapoor and Malaika Arora

অন্য দিকে, আরবাজ়ের সঙ্গে বিচ্ছেদের পর বলি অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মলাইকা। বলিপাড়ার অধিকাংশের দাবি, ২০১৮ সাল থেকে অর্জুন এবং মলাইকার প্রেম শুরু হয়েছিল।

১৮ ১৯
Arjun Kapoor and Malaika Arora

অর্জুনের চেয়ে ১২ বছরের বড় মলাইকা। সম্পর্কে থাকাকালীন দুই তারকার বয়সের পার্থক্য নিয়ে তুমুল সমালোচনা চলেছিল বলিপাড়ায়। তবে সেই সমালোচনায় কর্ণপাত না করে নিজেদের সম্পর্ক নিয়ে মেতেছিলেন মলাইকা এবং অর্জুন।

১৯ ১৯
Malaika Arora

বলিপাড়া সূত্রে খবর, টানা ছ’বছর প্রেম করার পর সম্পর্কে ইতি টেনেছিলেন মলাইকা এবং অর্জুন। ২০২৪ সালের নভেম্বর মাসে অর্জুন নিজেই জানিয়েছিলেন যে, তিনি ‘সিঙ্গল’ রয়েছেন। বর্তমানে ‘সিঙ্গল’ রয়েছেন মলাইকাও।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি