Beaver Moon

বছরের সবচেয়ে উজ্জ্বল এবং বড় চাঁদ দেখা যাবে নভেম্বরে! কখন, কী ভাবে দেখবেন সেই ‘বিভার মুন’

বিজ্ঞানীরা বলছেন, চাঁদের কক্ষপথ আসলে উপবৃত্তাকার। তাই পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে বছরের নির্দিষ্ট সময়ে চাঁদ তার খুব কাছে চলে আসে। তখনই তাকে বছরের অন্যান্য সময়ের তুলনায় বড় এবং উজ্জ্বল দেখায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ০৮:৫৪

— প্রতীকী চিত্র।

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এই নভেম্বরেই আকাশে দেখা যাবে বছরের সবচেয়ে বড় এবং উজ্জ্বল পূর্ণিমার চাঁদ, যাকে বিজ্ঞানীরা বলছেন ‘সুপারমুন’। পৃথিবীর সঙ্গে চাঁদের দূরত্ব কম হবে বলেই তাকে আরও বড় দেখাবে। চলতি বছর পৃথিবীর আকাশে তিন বার সুপারমুন দেখার সুযোগ পাচ্ছেন মানুষজন। ৫ নভেম্বর, আগামী বুধবার এ বছরে দ্বিতীয় বার সেই সুযোগ পেতে চলেছেন পৃথিবীবাসী।

Advertisement

বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী বুধবার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব থাকবে ৩ লক্ষ ৫৬ হাজার ৯৮০ কিলোমিটার। চলতি বছর পৃথিবীর এত কাছে চাঁদ আর আসেনি। ঘটনাচক্রে, যে দিন পৃথিবীর এত কাছে চাঁদ আসছে, সে দিন পূর্ণিমা। ওই দিনের চাঁদকে ‘বিভার মুন’ বলছেন বিজ্ঞানীরা।

কেন এই নামকরণ?

ইউরোপ এবং আমেরিকায় স্তন্যপায়ী প্রাণী বিভারদের নিয়ে নানা গল্প, লোককথা রয়েছে। এই প্রাণীরা বাস্তুতন্ত্র রক্ষা করতে সাহায্য করে। নাসার তরফে জানানো হয়েছে, বছরের এই একাদশতম মাস নভেম্বরে উত্তর-পূর্ব আমেরিকা এবং কানাডায় বিভারেরা শীতযাপনের প্রস্তুতি নিতে শুরু করে। শীতের জন্য খাবার জমিয়ে রাখতে শুরু করে তারা। নভেম্বরের পূর্ণিমায় চাঁদের আলোয় কাজ গুছিয়ে রাখে এই প্রাণী। আমেরিকার মহাকাশ গবেষণাকারী সংস্থা নাসা জানিয়েছে, সে কারণে ৫ নভেম্বরের পূর্ণিমার চাঁদের নামকরণ করা হয়েছে ‘বিভার মুন’। নাসা আরও জানিয়েছে, অতীতে এই নভেম্বরে বিভার ধরার হিড়িক পড়ে যেত আমেরিকা, ইউরোপের দেশগুলিতে, তাদের পশমের জন্য। শীতে ওই পশম দিয়ে গরমের জামা বুনতেন লোকজন। নামকরণের সময়ে সেই বিষয়টিও মাথায় রাখা হয়েছে।

কখন দেখা যাবে এই ‘বিভার মুন’?

৫ নভেম্বর সকাল ৮টা ১৯ মিনিটে (ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) চাঁদ শিখরে উঠবে। সে সময়ে ভারতের ঘড়িতে বিকেল ৫টা ৪৯ মিনিট। ৪ এবং ৫ নভেম্বর, দুই দিনই সন্ধ্যার আকাশে চাঁদকে উজ্জ্বল এবং বড় দেখাবে। সূর্যাস্তের পরে পূর্ব আকাশে তাকালে দেখা যাবে সেই দৃশ্য। ভাল ভাবে দেখতে চাইলে দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করা যেতে পারে। ব্রিটেনে ৫ নভেম্বর দুপুর ১টা ১৯ মিনিট (স্থানীয় সময়) থেকেই দৃশ্যমান হবে ‘বিভার মুন’।

বিজ্ঞানীদের একাংশ বলছেন, খাতায় কলমে বুধবার পূর্ণিমা হলেও এই ‘বিভার মুন’ ভাল দেখা যাবে বৃহস্পতিবার, ৬ নভেম্বর। ওই দিন সূর্যান্তের পরে পূর্ব দিগন্তের একেবারে কাছে থাকবে চাঁদ। এই অবস্থানে চাঁদকে পৃথিবী থেকে সবচেয়ে ভাল দেখা যায়।

চলতি বছর তিন বার আকাশে উজ্জ্বল চাঁদ দেখেছে পৃথিবীবাসী, যাকে দেখতে বছরের অন্যান্য সময়ের তুলনায় বড় লেগেছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, পর পর তিন মাস এই দৃশ্য দেখা যাচ্ছে। অক্টোবরে এই দৃশ্যের নাম ছিল ‘হার্ভেস্ট মুন’। ডিসেম্বরে তার নাম হবে ‘কোল্ড মুন’। অন্যান্য পূর্ণিমার দিনের চেয়ে এই তিন মাসের তিন দিন চাঁদকে প্রায় ১৪ শতাংশ বেশি বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে। কেন এমন হয়? বিজ্ঞানীরা বলছেন, চাঁদের কক্ষপথ আসলে উপবৃত্তাকার। তাই পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে বছরের নির্দিষ্ট সময়ে চাঁদ তার খুব কাছে চলে আসে। তখনই তাকে বছরের অন্যান্য সময়ের তুলনায় বড় এবং উজ্জ্বল দেখায়।

Advertisement
আরও পড়ুন