ম্যাচ জিতে আলকারাজ়ের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।
অস্ট্রেলিয়ান ওপেনে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে নেমেছেন তিনি। সেই কার্লোস আলকারাজ় প্রথম রাউন্ডে সহজেই জিতলেন। রড লেভার এরিনায় তিনি স্ট্রেট সেটে হারালেন অ্যাডাম ওয়াল্টনকে। জিতেছেন মেয়েদের এক নম্বর এরিনা সাবালেঙ্কাও। ওয়াইল্ড কার্ড পাওয়া ভিনাস উইলিয়ামস হেরে গিয়েছেন।
প্রধান কোর্টে সবার শেষে ম্যাচ ছিল আলকারাজ়ের। দু’ঘণ্টা ১৩ মিনিটের লড়াইয়ে তিনি হারিয়ে দেন ওয়াল্টনকে। আলকারাজ় জিতেছেন ৬-৩, ৭-৬, ৬-২ গেমে। সম্প্রতি কোচ জুয়ান কার্লোস ফেরেরোর সঙ্গে সাত বছরের সম্পর্ক বিচ্ছেদ হলেও তার প্রভাব আলকারাজ়ের খেলায় পড়েনি। শুরুর দিকে একটু সমস্যা হলেও দ্রুত তা কাটিয়ে উঠেছেন।
ম্যাচের পর আলকারাজ় বলেছেন, “মরসুমে প্রথম বার কোর্টে নামতে পেরে খুব খুশি। রড লেভার এরিনায় খেলার চেয়ে ভাল কিছু হতে পারত না। ভাল একটা ম্যাচ খেললাম। অ্যাডাম দারুণ কিছু শট খেলেছে। তাই যথেষ্ট লড়াই হয়েছে ম্যাচে।”
আলকারাজ় ৩৯টি উইনার মেরেছেন। দ্বিতীয় সেটে তাঁর প্রতিভার ঝলক দেখা গিয়েছে। ১-৩ পিছিয়ে থেকেও তিনি ম্যাচে ফিরেছেন। সেট খোয়াতে দেননি। অস্ট্রেলিয়ার ওয়াল্টন বিপদে ফেলার সব রকম চেষ্টা করেছেন। তবু সফল হননি।
আলকারাজ়ের ঠিক আগেই খেলতে নেমেছিলেন সাবালেঙ্কা। তাঁর খেলা কোর্টে বসে দেখেছেন খোদ রড লেভার এবং রজার ফেডেরার। ম্যাচের পর সাবালেঙ্কা স্বীকার করেছেন, তিনি বেশ চাপে ছিলেন। তিয়ানতোসা রাকোতোমাঙ্গাকে ৬-৪, ৬-১ হারানোর পর সাবালেঙ্কা বলেছেন, “শুরুটা ভাল হয়নি। বিপক্ষ ভাল খেলেছে। দুর্দান্ত শট মেরেছে। তবে দ্বিতীয় সেটের শেষের দিকে ছন্দ ফিরে পেয়েছি।”
ব্রিসবেনে ট্রফি জিতে মেলবোর্নে খেলতে নেমেছেন সাবালেঙ্কা। মেয়েদের শীর্ষ খেলোয়াড় হিসাবে ৭৪তম সপ্তাহে পা দিয়েছেন তিনি। কোর্টে সাক্ষাৎকার দিতে গিয়ে লেভার ও ফেডেরারের উদ্দেশে বলেন, “আমি আপনাদের খুব বড় সমর্থক। চেয়েছি ভাল টেনিস খেলে আপনাদের সময়টা উপভোগ্য করে তুলতে। অনেক চাপ ছিল। খেলার সময় কখনও আপনাদের দিকে তাকাতে চাইনি।”
জ়েরেভ গত বার ফাইনাল খেলেছিলেন। এ দিন গ্যাব্রিয়েল দিয়ালোকে ৬-৭, ৬-১, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন। তবে সূচি নিয়ে খুব একটা সন্তুষ্ট নন জার্মানির খেলোয়াড়। বলেছেন, “সূচি দেখে খুশি হতে পারিনি। দিয়ালো তরুণ খেলোয়াড়, প্রতিভাবান। প্রথম সেটে ভাল টেনিস খেলতে পারিনি। সময়ের সঙ্গে সঙ্গে খেলায় উন্নতি হয়েছে।”
মহিলাদের বিভাগে দুই বাছাই খেলোয়াড় বিদায় নিয়েছেন। বিশ্বের ২০ নম্বর মারিয়া কস্তিয়ুক ৭-৬, ৬-৭, ৬-৭ হেরেছেন এলসা জ্যাকমতের কাছে। তুরস্কের কোয়ালিফায়ার জ়েনেপ সোনমেজ় ৭-৫, ৪-৬, ৬-৪ গেমে হারিয়েছেন একাদশ বাছাই একাতেরিনা আলেকজ়ান্দ্রোভাকে।
সপ্তম বাছাই জেসমিন পাওলিনি ৬-১, ৬-২ হারিয়েছেন আলিয়াকসান্দ্রা সাসনোভিচকে। ১২তম বাছাই এলিনা সোয়াইতোলিনা এবং মারিয়া সাক্কারি স্ট্রেট সেটে জিতে পরের রাউন্ডে গিয়েছেন। কাঁধের চোটের কারণে প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন মার্কেতা ভন্দ্রোসোভা নাম তুলে নিয়েছেন।
ওয়াইল্ড কার্ড পেয়ে খেলতে নামা ভিনাস অবশ্য প্রথম রাউন্ডের বেশি টিকতে পারলেন না। ওলগা দানিলোভিচের কাছে ৭-৬, ৩-৬, ৪-৬ গেমে হেরে গেলেন।