হর্ষিত রানা। ছবি: পিটিআই।
এক বছর আগে অভিষেক হওয়ার পর থেকে ভারতের সাদা বলের ক্রিকেটে নিয়মিত খেলেন তিনি। তিনটি ফরম্যাটেই খেলে ফেলেছেন। তবু এখনও প্রায়শই সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। কোচ গৌতম গম্ভীরের পছন্দের বোলার বলে সুযোগ পাচ্ছেন, এমন অভিযোগ ওঠে। সেই হর্ষিত রানা মুখ খুললেন জীবনের কঠিন অধ্যায় নিয়ে। পাশাপাশি জানিয়েছেন, কী ভাবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি সাহায্য করেছেন তাঁকে।
ভারতীয় দলের সদস্য হওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিতেছেন রানা। পরের মাসে প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেন। এক সাক্ষাৎকারে রানা বলেছেন, “আমি এখন জানি কী ভাবে ব্যর্থতা সামলাতে হয়। ১০টা এমন বছর কাটিয়েছি যখন কিছুই করতে পারিনি। ট্রায়ালে গেলেও সুযোগ পেতামই না। বাড়ি ফিরে রোজ বাবার কাছে গিয়ে কাঁদতাম। এখন সেই ব্যর্থতা কেটে গিয়েছে। যখন আবার আসবে ঠিক সামলে নেব। কোনও দিন হাল ছাড়িনি। বাবা রোজ আমাকে চাঙ্গা করার চেষ্টা করে গিয়েছে।”
২০২৫-এর ৬ ফেব্রুয়ারি এক দিনের ক্রিকেটে অভিষেক হয় রানার। এখনও পর্যন্ত ১৩টি ম্যাচে ২৩টি উইকেট (রবিবারের আগে পর্যন্ত) পেয়েছেন। তাঁর মতে, নেটে রোহিত, কোহলিকে বল করার কারণেই ম্যাচে নিজের সেরাটা দিতে পারেন তিনি।
রানার কথায়, “বিরাট এবং রোহিতকে নেটে বল করা একটা আলাদাই চ্যালেঞ্জ। ওরা রোজ নতুন কিছু করার জন্য আমাকে উদ্বুদ্ধ করে। আমিও রোজ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।”