French Open 2025

ফরাসি ওপেনের সেমিফাইনালে সিনার, শেষ আটের লড়াইয়ে জয় গফেরও, বিদায় আন্দ্রিভার

বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামে অঘটন অব্যাহত। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন মহিলাদের ষষ্ঠ বাছাই মিরা আন্দ্রিভা। এ বারে চমক ২২ বছরের লোইস বোইসনের কাছে হারতে হল তাঁকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ২২:১৮
Picture of Jannik Sinner

ইয়ানিক সিনার। ছবি: এক্স (টুইটার)।

প্রত্যাশা মতোই ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠলেন পুরুষদের শীর্ষ বাছাই ইয়ানিক সিনার এবং মহিলাদের দ্বিতীয় বাছাই কোকো গফ। তবে কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন মহিলাদের ষষ্ঠ বাছাই মিরা আন্দ্রিভা। তাঁকে হারালেন ওয়াইল্ড কার্ড পাওয়া ফ্রান্সের অবাছাই খেলোয়াড় লোইস বোইসন।

Advertisement

সহজেই শেষ আটের বাধা টপকালেন সিনার। কাজ়াখস্তানের আলেকজান্ডার বুবলিকের বিরুদ্ধে সিনার জিতলেন ৬-১, ৭-৫, ৬-০ ব্যবধানে। এক বছর আগেও এটিপি ক্রমতালিকায় প্রথম ২০ জনের মধ্যে ছিলেন বুবলিক। এখন তিনি বিশ্বের ৬২ নম্বর। কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই সিনারকে কোনও চ্যালেঞ্জের মুখেই ফেলতে পারলেন না তিনি। ৬টি ডবল ফল্টের পাশাপাশি বেশ কিছু আনফোর্সড এরর করেন বুবলিক। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি সিনার। সেমিফাইনালে তাঁকে খেলতে হবে নোভাক জোকোভিচ এবং আলেকজান্ডার জ়েরেভের মধ্যে বিজয়ীর সঙ্গে।

মহিলাদের সিঙ্গলসের শেষ চারে পৌঁছোলেন দ্বিতীয় বাছাই গফও। আমেরিকার খেলোয়াড়কে জিততে হল লড়াই করে। তিনি হারালেন সপ্তম বাছাই স্বদেশীয় ম্যাডিসন কিজ়কে। খেলার ফল গফের পক্ষে ৬-৭ (৬-৮), ৬-৪, ৬-১। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কিজ় এগিয়ে গেলেও পারফরম্যান্স ধরে রাখতে পারেননি। গফ ম্যাচে ১০টি ডবল ফল্ট করলেও তার সুবিধা কাজে লাগাতে পারেননি কিজ়। বরং তৃতীয় সেটে এক রকম আত্মসমর্পণই করলেন তিনি।

ফরাসি ওপেনে অঘটন ঘটল বুধবারও। আন্দ্রিভাকে সরাসরি সেটে হারিয়ে দিলেন ২২ বছরের বোইসন। ওয়াইল্ড কার্ড পাওয়া ফরাসি খেলোয়াড় চতুর্থ রাউন্ডে হারিয়েছিলেন তৃতীয় বাছাই আমেরিকার জেসিকা পেগুলাকে। এ দিন তাঁর শিকার ষষ্ঠ বাছাই আন্দ্রিভা। বোইসনের পক্ষে ম্যাচের ফল ৭-৬ (৮-৬), ৬-৩। ম্যাচে ৯টি ডবল ফল্ট করেন আন্দ্রিভা। সেই সুযোগ কাজে লাগালেন ফরাসি তরুণী। সেমিফাইনালে গফের বিরুদ্ধে লড়াই করতে হবে বোইসনকে।

Advertisement
আরও পড়ুন