Copa America

Copa America: পা থেকে রক্ত পড়ছে, তবুও দলকে ফাইনালে তুলতে লড়াই চালিয়ে গেলেন মেসি

ম্যাচের ৫৭ মিনিটে ফ্র্যাঙ্ক ফাবরার কড়া ট্যাকলে চোট পান মেসি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জুলাই ২০২১ ১৬:২১
আহত মেসি

আহত মেসি টুইটার

কোপার সেমিফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে পা থেকে রক্ত পড়তে থাকলেও খেলা চালিয়ে যেতে থাকেন লিও মেসি। তাঁর পায়ের থেকে রক্ত পড়ার ছবি এখন নেটমাধ্যমে ভাইরাল। ক্লাব ফুটবলে দারুণ সফল হলেও দেশের হয়ে জেতা হয়নি কোনও বড় ট্রফি। বিশ্বকাপ বা কোপা আমেরিকার মঞ্চে ফাইনালে উঠেও ট্রফি থেকে দূরেই থাকতে হয়েছে মেসিকে। এবার সেই ব্যর্থতার ইতিহাস ভুলতে চান তিনি।

ম্যাচের ৫৭ মিনিটে ফ্র্যাঙ্ক ফাবরার কড়া ট্যাকলে চোট পান মেসি। তখনই তাঁর পা থেকে রক্ত বেরোতে দেখা যায়। যন্ত্রণার নিয়েই খেলা চালিয়ে যেতে থাকেন তিনি। দলকে ফাইনালে তুলতে সবটা উজাড় করে দিতে দেখা যায় তাঁকে। শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে ফাইনালে উঠে যায় আর্জেন্টিনা। এবার তাদের সামনে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল

Advertisement

এবার মেসির কোপা জেতা হবে কি না সেটা সময় বলবে। তবে তাঁর এই হার না মানা মনোভাব দেখে মুগ্ধ নেটাগরিকরা। নেটমাধ্যমে তাঁর অনেক ভক্ত সরাসরি তাঁকে ব্যালন ডি’অর দেওয়ার দাবিও জানিয়েছেন।

লিও মেসি

লিও মেসি টুইটার

Advertisement
আরও পড়ুন