India vs Australia

অক্টোবরে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের টিকিট আর পাবেন না ভারতীয় সমর্থকেরা, কী ঘটল অস্ট্রেলিয়ায়?

ভারত-অস্ট্রেলিয়া সাদা বলের সিরিজ় ঘিরে চড়ছে উন্মাদনা। দু’দল ২২ গজে মুখোমুখি হওয়ার ৫০ দিন আগেই বিক্রি হয়ে গিয়েছে ভারতীয় সমর্থকদের জন্য সংরক্ষিত সব ম্যাচের সব টিকিট।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১৭:৩৩
picture of cricket

হতাশ হতে হবে ভারতীয় সমর্থকদের। —প্রতীকী চিত্র।

ভারত-অস্ট্রেলিয়া সাদা বলের সিরিজ় শুরুর ৫০ দিন আগে শেষ হয়ে গেল টিকিট। আটটি ম্যাচের ক্ষেত্রেই ভারতীয় সমর্থকদের জন্য সংরক্ষিত টিকিট নিঃশেষিত হয়ে গিয়েছে। সিডনি এবং ক্যানবেরায় সাধারণ ক্রিকেটপ্রেমীদের জন্য সংরক্ষিত সব টিকিটও বিক্রি হয়ে গিয়েছে।

Advertisement

আগামী ১৯ অক্টোবর প্রথম এক দিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়েই শুরু হবে সিরিজ। তিনটি এক দিনের ম্যাচের পর পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। এই সিরিজ় ঘিরে এখন থেকেই চড়তে শুরু করেছে উন্মাদনার পারদ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড অপারেশনস) জোয়েল মরিসন বলেছেন, ‘‘আমরা মানুষের উৎসাহ দেখে উচ্ছ্বসিত। ভারতীয় ফ্যান জ়োনের সব টিকিট শেষ হয়ে গিয়েছে। আটটা ম্যাচের কোনও টিকিট অবশিষ্ট নেই। এখন থেকেই ভারত-অস্ট্রেলিয়া সিরিজ় নিয়ে উন্মাদনা তৈরি হচ্ছে। বিশ্বমানের এই সিরিজ়ে আমরা দুর্দান্ত আবহ আশা করছি। বিশ্বের অন্যতম সেরা দুটো ক্রিকেট দল মুখোমুখি হবে। অসাধারণ।’’

দু’দলের প্রথম এক দিনের ম্যাচ হবে পার্‌থে। ২৩ অক্টোবর দ্বিতীয় এক দিনের ম্যাচ অ্যাডিলেড ওভাল এবং ২৫ অক্টোবর তৃতীয় এক দিনের ম্যাচ হবে সিডনিতে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ২৯ অক্টোবর ক্যানবেরায়। ৩১ অক্টোবর দ্বিতীয় ২০ ওভারের ম্যাচ হবে মেলবোর্নে। বাকি তিনটি ম্যাচ হবে ২ নভেম্বর হোবার্টে, ৬ নভেম্বর গোল্ড কোস্টে এবং ৮ নভেম্বর ব্রিসবেনে।

Advertisement
আরও পড়ুন