IPL 2025

প্লে-অফের দৌড়ে কেকেআর-সহ সাত, কাদের সম্ভাবনা সবচেয়ে বেশি

তিনটি দল ইতিমধ্যেই ছিটকে গিয়েছে আইপিএলের প্লে-অফে ওঠার দৌড় থেকে। বাকি সাত দলের মধ্যে লড়াই চলছে প্রথম চারে শেষ করার। এখনও পর্যন্ত কোনও দলই প্লে-অফে নিজেদের জায়গা পাকা করতে পারেনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১৪:৫৭
KKR

কলকাতা নাইট রাইডার্স। —ফাইল চিত্র।

এ বারের আইপিএলে ৫৫টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। তিনটি দল ইতিমধ্যেই ছিটকে গিয়েছে প্লে-অফে ওঠার দৌড় থেকে। বাকি সাত দলের মধ্যে লড়াই চলছে প্রথম চারে শেষ করার। এখনও পর্যন্ত কোনও দলই প্লে-অফে নিজেদের জায়গা পাকা করতে পারেনি।

Advertisement

প্লে-অফ বাদ দিয়ে এ বারের আইপিএলে আর মাত্র ১৫টি ম্যাচ বাকি। প্লে-অফে ওঠার দৌড় থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। লিগ তালিকায় শীর্ষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১১টি ম্যাচ খেলে ১৬ পয়েন্ট পেয়েছে। সমসংখ্যক ম্যাচ খেলে পঞ্জাব কিংস (১৫) এবং মুম্বই ইন্ডিয়ান্স (১৪) রয়েছে যথাক্রমে দুই এবং তিন নম্বরে। গুজরাত টাইটান্সও ১৪ পয়েন্ট পেয়েছে। চার নম্বরে রয়েছে তারা। তবে এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে তারা। মঙ্গলবার গুজরাত এবং মুম্বই একে অপরের বিরুদ্ধে খেলবে। যে দল এই ম্যাচ জিতবে তারাই এক নম্বরে পৌঁছে যাবে। কারণ এই দুই দলের নেট রানরেট শীর্ষে থাকা বেঙ্গালুরুর থেকে বেশি। এই তিন দলের প্লে-অফে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি।

প্লে-অফের ওঠার লড়াইয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টস। এই তিন দলের মধ্যে কিছুটা ভাল জায়গায় দিল্লি। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়েছে তারা। তিনটি ম্যাচ বাকি রয়েছে তাদের। ফলে ১৯ পয়েন্টে পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে দিল্লির। কলকাতা পৌঁছতে পারে সর্বোচ্চ ১৭ পয়েন্টে। লখনউয়ের পক্ষে ১৬ পয়েন্টের বেশি পাওয়া সম্ভব নয়।

প্রথম চারটি দলের মধ্যে বেঙ্গালুরু ইতিমধ্যেই ১৬ পয়েন্ট পেয়ে গিয়েছে। মঙ্গলবার গুজরাত বা মুম্বইয়ের মধ্যে একটি দলের সুযোগ রয়েছে ১৬ পয়েন্টে পৌঁছে যাওয়ার। ১ পয়েন্ট পেলেই পঞ্জাব পৌঁছে যাবে ১৭ পয়েন্টে। এই দলগুলি ১৬ পয়েন্ট পার করে গেলেই লখনউয়ের প্লে-অফে ওঠার রাস্তা বন্ধ হয়ে যাবে। দিল্লি এবং কলকাতাকেও নিজেদের সব ম্যাচ জেতার পর অপেক্ষা করে থাকতে হবে বাকি দলগুলির ফলের উপর।

বেঙ্গালুরুর ম্যাচ বাকি লখনউ, হায়দরাবাদ এবং কলকাতার বিরুদ্ধে। পঞ্জাবের খেলা বাকি দিল্লি, মুম্বই এবং রাজস্থানের বিরুদ্ধে। মুম্বই এবং গুজরাত মঙ্গলবার মুখোমুখি। তার পরে মুম্বই খেলবে পঞ্জাব এবং দিল্লির বিরুদ্ধে। গুজরাতের ম্যাচ বাকি থাকবে দিল্লি, লখনউ এবং চেন্নাইয়ের বিরুদ্ধে।

দিল্লির খেলা বাকি পঞ্জাব, গুজরাত এবং মুম্বইয়ের বিরুদ্ধে। কলকাতার খেলা বাকি চেন্নাই, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুর বিরুদ্ধে। লখনউয়ের ম্যাচ বাকি বেঙ্গালুরু, গুজরাত এবং হায়দরাবাদের বিরুদ্ধে।

Advertisement
আরও পড়ুন