IPL 2025

কোহলিরা আইপিএল জিততেই বিয়েবাড়ি বদলে গেল স্টেডিয়ামে, পড়ে রইলেন বর-কনে, থমকে গেল বিয়ে!

বিরাট কোহলিরা কাপ জিততেই বিয়েবাড়ি বদলে গেল স্টেডিয়ামে। চিৎকার শুরু হল, ‘আরসিবি, আরসিবি’। মঙ্গলবার রাতের এমন দৃশ্যই ভাইরাল সমাজমাধ্যমে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১২:৪৫
RCB

(বাঁ দিকে) বিয়েবাড়িতে চলছে আইপিএল ফাইনাল। বিরাট কোহলির হাতে আইপিএল ট্রফি (ডান দিকে) । ছবি: সংগৃহীত।

থমকে গেল বিয়ে। বর-কনের দিকে কারও নজর নেই। সকলের চোখ বড় স্ক্রিনে। সেখানে চলছে আইপিএল ফাইনাল। বিরাট কোহলিরা কাপ জিততেই বিয়েবাড়ি বদলে গেল স্টেডিয়ামে। চিৎকার শুরু হল, ‘আরসিবি, আরসিবি’। মঙ্গলবার রাতের এমন দৃশ্যই ভাইরাল সমাজমাধ্যমে।

Advertisement

১৮ বছরে প্রথম বার আইপিএল ট্রফি জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার পর থেকেই গোটা দেশে উৎসব শুরু হয়ে যায়। ভারতের বিভিন্ন শহরে আরসিবি-র সমর্থকেরা মেতে ওঠেন আনন্দে। সম্প্রচারকারী চ্যানেলে দেখানো হয়, নেপালেও কী ভাবে আরসিবি সমর্থকেরা উৎসবে মতেছেন। এর মধ্যেই নজর কেড়ে নেয় বিয়ে থমকে যাওয়ার ঘটনা।

ঘটনাটি কোথাকার তা জানা যায়নি। সমাজমাধ্যমের ভিডিয়োয় দেখা যায় একটি বিয়ের অনুষ্ঠানে সকলে বড় স্ক্রিনে আইপিএলের ফাইনাল দেখছেন। পাশেই মণ্ডপে বিয়ে হচ্ছিল। কিন্তু আরসিবি-র আইপিএল জয়ের মুহূর্তে সকলের চোখ স্ক্রিনে। থমকে যায় বিয়ে। সমাজমাধ্যমে ঘটনার ভিডিয়ো পোস্ট করা ব্যক্তি লিখেছেন, “আমি বিয়েবাড়িতে রয়েছি। বিয়ে থমকে গিয়েছে। সকলে আরসিবি-র জয়ের মুহূর্ত দেখছে।” ভিডিয়োয় শোনা যায় আরসিবি-র জন্য চিৎকার। অনেকে আনন্দে লাফাতে শুরু করে দেন।

মঙ্গলবার পঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে ১৯০ রান করেছিলেন কোহলিরা। জবাবে পঞ্জাব থেমে যায় ১৮৪ রানে। আরসিবি-র ক্রুণাল পাণ্ড্য ম্যাচের সেরা হন।

Advertisement
আরও পড়ুন