Allout in 2 Runs

গোটা দল আউট ২ রানে, হার ৪২৪ রানে! ভাঙল ২০০ বছরের পুরনো রেকর্ড

ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা ঠিকই। তবে একটি দল অল আউট হয়ে গিয়েছে মাত্র ২ রানে, হেরেছে ৪২৪ রানে। এমন ঘটনার কথা খুব একটা শোনা যায় না। সেটাই হয়েছে মিডলসেক্স কাউন্টি ক্রিকেট লিগে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৯:০৮
cricket

ক্রিকেট ম্যাচে অবাক কাণ্ড। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা ঠিকই। তবে একটি দল অল আউট হয়ে গিয়েছে মাত্র ২ রানে, এমন ঘটনার কথা খুব একটা শোনা যায় না। এটাই হয়েছে মিডলসেক্স কাউন্টি ক্রিকেট লিগে। ৪২৬ রান তাড়া করতে নেমে একটি দল আউট হয়ে গিয়েছে ২ রানে। হেরেছে ৪২৪ রানে।

Advertisement

গত ২৪ মে নর্থ লন্ডন সিসি এবং রিচমন্ড সিসি-র মধ্যে ম্যাচে এই ঘটনা ঘটেছে। মিডলসেক্স কাউন্টি লিগ আদতে একটি তৃতীয় সারির ক্রিকেট লিগ। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে ৬ উইকেটে ৪২৬ রান তোলে নর্থ লন্ডন সিসি। সেই দলের ড্যান সিমন্স ১৪০ রান করেন।

মাথায় পাহাড়প্রমাণ রানের বোঝা থাকলেও এ ভাবে যে রিচমন্ড আত্মসমর্পণ করবে তা ভাবা যায়নি। তাদের ইনিংস শেষ যায় মাত্র ৩৪ বলে। দলের আট ব্যাটার কোনও রান করতে পারেননি। দু’জন এক রান করে করেন। মোট ৫.৪ ওভার খেলেছে রিচমন্ড। ২ রানের বেশি তুলতে পারেনি।

২০০ বছর পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে রিচমন্ড। এর আগে এক দিনের ক্রিকেটে সর্বনিম্ন রান ছিল ‘দ্য বিস’ দলের। ১৮১০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে মাত্র ৬ রানে আউট হয়ে গিয়েছিল তারা। এর পর ১৮৭৭ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ১২ রানে অল আউট হয়ে যায় মেরিলিবোন ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে।

এক দিনের আন্তর্জাতিকে সবচেয়ে কম রানে আউট হওয়ার নজির রয়েছে জ়িম্বাবোয়ের। তারা ২০২৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই লজ্জার নজির গড়েছিল তারা।

Advertisement
আরও পড়ুন