Abhishek Sharma

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অভিষেকের হাতে নতুন উল্কি, তিন শব্দের বার্তা নিয়ে শুরু জল্পনা

ভারতের টি-টোয়েন্টি বিপ্লবের মূল কাণ্ডারি তিনি। এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ায় সিরিজ়ের সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। সেই অভিষেক শর্মা সম্প্রতি ডান হাতে উল্কি করিয়েছেন। সেই উল্কির অর্থ কী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৩:২৬
cricket

উল্কি করানোর এই ছবি পোস্ট করেছেন অভিষেক। ছবি: সমাজমাধ্যম।

ভারতের টি-টোয়েন্টি বিপ্লবের মূল কাণ্ডারি তিনি। ওপেনিংয়ে তাঁর ব্যাটিংকে ভয় পায় সব দলই। এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ায় সিরি‌জ়ের সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। সেই অভিষেক শর্মা সম্প্রতি ডান হাতে উল্কি করিয়েছেন। সেই ছবি নিজেই পোস্ট করেছেন সমাজমাধ্যমে। তিন শব্দের বার্তা নিয়ে চলছে জল্পনা।

Advertisement

অভিষেকের ডান হাতের কব্জিতে লেখা তিনটি শব্দ, ‘ইট উইল হ্যাপেন’, অর্থাৎ ‘এটা হবেই’। ঠিক কী হতে পারে সেটা ঊহ্যই রেখেছেন ভারতের ওপেনার। তবে সমর্থকেরা নিজেদের মতো করে সেই বার্তার ব্যাখ্যা করেছেন। কারও মতে, পরের বছর ভারত যে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতছে সেটাই স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। আবার কেউ কেউ বলেছেন, নিজের কোনও স্বপ্ন সত্যি করতে চান বলেই এই শব্দগুলি লিখেছেন অভিষেক। অনেকেই প্রশংসা করেছেন তাঁর ভয়ডরহীন মানসিকতার।

গত এক-দেড় বছরে ভারতের টি-টোয়েন্টি দলে অবিশ্বাস্য উত্থান হয়েছে অভিষেকের। দু’টি শতরান করেছেন তিনি। গত বারের আইপিএলেও শতরান করেছেন। এই মুহূর্তে আইসিসি-র টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার তিনিই। প্রতি ম্যাচেই সেটা বুঝিয়ে দিচ্ছেন এই ব্যাটার।

অস্ট্রেলিয়ার সিরিজ়‌ের সেরা হয়ে অভিষেক জানিয়েছিলেন, বিশ্বকাপ জেতাই তাঁর স্বপ্ন। অভিষেকের কথায়, “বিশ্বকাপে খেলতে পারলে আমার স্বপ্ন সত্যি হবে। ছোটবেলায় ভারতের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতাম। প্রতিযোগিতার জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত রাখতে চাই।”

অভিষেক জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার সফল হওয়ার জন্য মানসিক এবং টেকনিক্যাল প্রস্তুতি নিয়েছিলেন তিনি। অভিষেকের কথায়, “অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ়‌ খেলতে যাব জানতে পেরে খুব উত্তেজিত ছিলাম। নিজেকে তৈরি করছিলাম। বরাবর দেখেছি অস্ট্রেলিয়ার পিচ ব্যাটিং-সহায়ক। তাই বিপক্ষের বোলার এবং পরিবেশের কথা মাথায় রেখে তৈরি হয়েছিলাম।”

Advertisement
আরও পড়ুন