ICC Women\'s ODI World Cup 2025

বিশ্বকাপ সেমিফাইনালে কি বাড়তি সুবিধা পাবেন হরমনপ্রীতেরা, ইঙ্গিত অস্ট্রেলিয়ার কোচের কথাতেই

মহিলাদের এক দিনের বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত অস্ট্রেলিয়া। আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে সাত বারের বিশ্বজয়ীদের চ্যালেঞ্জ সামলাতে হবে হরমনপ্রীত কৌরের ভারতীয় দলকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৩:৩২
picture of Harmanpreet Kaur

হরমনপ্রীত কৌর। —ফাইল চিত্র।

মহিলাদের এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আগামী বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাড়তি সুবিধা পেতে পারেন হরমনপ্রীত কৌরেরা। শনিবার ইঙ্গিত পাওয়া গিয়েছে অস্ট্রেলিয়ার কোচের কথাতেই।

Advertisement

চোটের জন্য সেমিফাইনালে অনিশ্চিত অ্যালিসা হিলি। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের পর চোট পেয়েছেন হিলি। অনুশীলনে পায়ের পেশিতে ব্যথা অনুভব করেন মিচেল স্টার্কের স্ত্রী। শনিবার তিনি খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও। অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিলি। তিনি অভিজ্ঞ উইকেটরক্ষক এবং আগ্রাসী ওপেনিং ব্যাটার। একই সঙ্গে অধিনায়কও। তিনি খেলতে না পারলে, অস্ট্রেলিয়ার শক্তি কিছুটা কমতে পারে। ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে হিলির খেলা ঘিরে সংশয় তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার কোচ শেলি নিটস্কের কথায়।

শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের পর নিটস্ক বলেছেন, ‘‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার অবস্থায় ছিল না হিলি। ওর পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। আশা করছি, সেমিফাইনালে আমরা ওকে পাব। হাতে কয়েক দিন সময় রয়েছে। তাই এখনই কোনও সিদ্ধান্ত নিতে চাই না। তবে ভাল কিছুর আশা তো করতেই পারি। সেমিফাইনাল ম্যাচের আগে পরিস্থিতি বুঝে হিলিকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেব আমরা।’’

লিগ পর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। আগামী ৩০ অক্টোবর ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে মুখোমুখি হবে তারা। শনিবার হিলিকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নিয়েছে সাত বারের বিশ্ব চ্যাম্পিয়নেরা।

Advertisement
আরও পড়ুন