ICC Test Rankings

টেস্ট বিশ্বকাপের ফাইনাল হেরেও আইসিসি ক্রমতালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া, ভারত কত নম্বরে?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে অস্ট্রেলিয়া। তার পরেও আইসিসি-র টেস্ট ক্রমতালিকার শীর্ষে প্যাট কামিন্সেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১০:৪৬
cricket

শুভমন গিল। —ফাইল চিত্র।

ফাইনাল হারলেও শীর্ষস্থান হারাল না অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে তারা। কিন্তু তার পরেও আইসিসি-র টেস্ট ক্রমতালিকার শীর্ষে প্যাট কামিন্সেরা।

Advertisement

আইসিরি-র নতুন টেস্ট ক্রমতালিকায় শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩২০০। গত দু’বছরে ২৬টা টেস্ট খেলে তাদের রেটিং ১২৩। টেস্ট বিশ্বকাপ জেতায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। ২২টা ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২৫০১। টেম্বা বাভুমাদের রেটিং ১১৪। দক্ষিণ আফ্রিকা এক ধাপ ওঠায় এক ধাপ নেমেছে ইংল্যান্ড। ৩৪টা ম্যাচে ৩৮৩৯ পয়েন্ট ও ১১৩ রেটিং নিয়ে তিন নম্বরে রয়েছেন বেন স্টোকসরা।

ভারত রয়েছে চার নম্বরে। তাদের জায়গার কোনও বদল হয়নি। গত দু’বছরে ২৭টা টেস্ট খেলেছে তারা। ভারতের পয়েন্ট ২৮৩৭। তাদের রেটিং ১০৫। এই চারটে দলেরই রেটিং ১০০-র উপরে রয়েছে।

পাঁচ নম্বরে নিউ জ়িল্যান্ড। ২২টা টেস্ট খেলে তাদের পয়েন্ট ২০৯৪ ও রেটিং ৯৫। ষষ্ঠ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তারা খেলেছে ২৪টা টেস্ট। তাদের পয়েন্ট ২০৭৮ ও রেটিং ৮৭। সাত নম্বরে রয়েছে পাকিস্তান। ২২টা টেস্টে ১৭০৫ পয়েন্টের পাশাপাশি তাদের রেটিং ৭৮।

আইসিসি-র টেস্ট ক্রমতালিকায় আট থেকে ১২ নম্বরে রয়েছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ় (২২ টেস্টে ১৬১৩ পয়েন্ট ও ৭৩ রেটিং), বাংলাদেশ (২৪ টেস্টে ১৪৮৭ পয়েন্ট ও ৬২ রেটিং), আয়ারল্যান্ড (৫ টেস্টে ১৫২ পয়েন্ট ও ৩০ রেটিং), আফগানিস্তান (৫ টেস্টে ১০৪ পয়েন্ট ও ২১ রেটিং) ও জ়িম্বাবোয়ে (১১ টেস্টে ১৩১ পয়েন্ট ও ১২ রেটিং)।

Advertisement
আরও পড়ুন