Ahmedabad Plane Crash

অহমদাবাদে বিমান দুর্ঘটনায় আতঙ্কিত ওয়ার্নার, বড় সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

প্রতি বছরই ভারতে আসেন ডেভিড ওয়ার্নার। আন্তর্জাতিক সফর বা আইপিএল খেলতে আসেন বাঁহাতি ব্যাটার। একাধিক দলের হয়ে আইপিএল খেলেছেন। এ বার অবশ্য দল পাননি তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ১৩:৫০
picture of David Warner

ডেভিড ওয়ার্নার। —ফাইল চিত্র।

অহমদাবাদে বিমান দুর্ঘটনায় আতঙ্কিত ডেভিড ওয়ার্নার। ভবিষ্যতে আর কখনও এয়ার ইন্ডিয়ার বিমানে সফর করতে চান না অস্ট্রেলিয়ার ক্রিকেটার। ভারতে আসার থাকলেও অন্য সংস্থার বিমানে আসবেন।

Advertisement

দুর্ঘটনার পরের দিন সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন ওয়ার্নার। এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্দশা নিয়ে তৈরি একটি ভিডিয়ো তৈরি হয়েছে। সেখানে এক ব্যক্তি মন্তব্য করেছেন। সেটিই পোস্ট করেছেন ওয়ার্নার। ভারতীয় সংস্থার বিমানে যাত্রী নিরাপত্তা এবং পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ওয়ার্নার লিখেছেন, ‘‘এই ছবি সত্যি হলে অত্যন্ত মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আর কখনও এয়ার ইন্ডিয়ার বিমানে সফর করব না। এই ছবি দেখার পর সেটা আর সম্ভব নয়। ওদের সঙ্গে আমার শেষ সাক্ষাৎ হয়ে গিয়েছে।’’ প্রতি বছরই ভারতে আসেন ওয়ার্নার। আন্তর্জাতিক সফর বা আইপিএল খেলতে আসেন বাঁহাতি ব্যাটার। একাধিক দলের হয়ে আইপিএল খেলেছেন তিনি। তাই এয়ার ইন্ডিয়ার বিমানে সফর করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। যদিও গত নিলামে আইপিএলে দল পাননি।

বৃহস্পতিবার অহমদাবাদ থেকে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী এআই ১৭১। বিমানবন্দরের কাছেই বিজে মেডিক্যাল কলেজ এবং সিভিল হাসপাতালের হস্টেল ভবনে ধাক্কা খায় বিমানটি। সে সময়ে হস্টেলের মেস-এ খাবার খাচ্ছিলেন পড়ুয়ারা। সেখানেও একাধিক মৃত্যু হয়েছে। বিমানে যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ভারতীয় ছিলেন ১৬৯ জন। এ ছাড়া ৫৩ জন ব্রিটিশ নাগরিক, সাত জন পর্তুগিজ এবং এক জন কানাডিয়ান ছিলেন বিমানে। মাত্র এক জন যাত্রী বেঁচে গিয়েছেন। বেসরকারি মতে এই দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু হয়েছে।

Advertisement
আরও পড়ুন