Bangladesh vs Pakistan

পাকিস্তানের ক্রিকেটে দুরবস্থা ঘুচছে না, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ় জয় বাংলাদেশের

ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয় সামলে ম্যাচ এবং সিরিজ় জিতে নিল বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় জয় নিশ্চিত করল লিটন দাসের দল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ২২:০৩
picture of cricket

সিরিজ় জয়ের উচ্ছ্বাস বাংলাদেশের ক্রিকেটারদের। ছবি: এক্স (টুইটার)।

পাকিস্তান ক্রিকেটের দুরবস্থা আর ঘুচছে না। ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ় হেরেছিল গত বছর। এ বার বাংলাদেশে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ়ও হারলেন সলমন আঘারা। টানা দু’টি ২০ ওভারের ম্যাচ জিতে সিরিজ় জয় নিশ্চিত করে নিলেন লিটন দাসেরা। মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিতল ৮ রানে।

Advertisement

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আঘা। প্রথমে ব্যাট করে বাংলাদেশ করে ১৩৩ রান। মিরপুরের ২২ গজে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি বাংলাদেশের ব্যাটারেরা। ২৮ রানে ৪ উইকেট হারায় তারা। চাপের মুখে পঞ্চম উইকেটের জুটিতে পরিস্থিতি সামাল দেন জাকের আলি এবং মাহেদি হাসান। জাকের করেন ৪৮ বলে ৫৫ (১টি চার, ৫টি ছক্কা)। আর মাহেদির ব্যাট থেকে এসেছে ২৫ বলে ৩৩ রান (২টি চার, ২টি ছয়)। তাঁদের জুটিতে ওঠে ৫৩ রান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এ ছাড়া দু’অঙ্কের রান পেয়েছেন শুধু ওপেনার পারভেজ হোসেন ইমন (১৩)।

পাকিস্তানের বোলারদের মধ্যে সফলতম সলমন মির্জা ১৭ রানে ২ উইকেট নিয়েছেন। ২৩ রানে ২ উইকেট আহমেদ ড্যানিয়েলের। ৩৭ রানে ২ উইকেট আব্বাস আফ্রিদির। এ ছাড়া ১টি করে উইকেট পেয়েছেন ফাহিম আশরাফ এবং মহম্মদ নওয়াজ।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। প্রথম ছয় ব্যাটারের কেউ দু’অঙ্কের রান করতে পারেননি। ৪৭ রানেই ৭ উইকেট হারায় সফরকারীরা। শরিফুল ইসলাম এবং মাহেদি হাসানের বল খেলতেই পারেননি আঘারা। পাকিস্তান লড়াই করল মূলত আট নম্বরে ব্যাট করতে নামা আশরাফের ৩২ বলে ৫১ রানের ইনিংসের সুবাদে। ৪টি করে চার এবং ছক্কা মারেন তিনি। এ ছাড়া ব্যাট হাতে কিছুটা চেষ্টা করেন খুশদিল শাহ (১৩), আব্বাস (১৯) এবং ড্যানিয়েল (১৭)। কিন্তু লাভ হয়নি। ১৯.২ ওভারে ১২৫ রানে শেষ হয়ে যায় আঘার দলের ইনিংস।

বাংলাদেশের সফলতম বোলার শরিফুল ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন। ২৩ রানে ২ উইকেট তানজিম হাসান শাকিবের। মাহেদির ২ উইকেট ২৫ রান খরচ করে। ১টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন।

Advertisement
আরও পড়ুন