T20 Series

মাহেদি-তানজ়িদদের দাপটে জয় বাংলাদেশের, টি-টোয়েন্টি সিরিজ়ে শ্রীলঙ্কাকে হারাল লিটনের দল

শ্রীলঙ্কা সফর জয় দিয়ে শেষ করল বাংলাদেশ। বুধবার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটে জিতল বাংলাদেশ। টেস্ট এবং এক দিনের সিরিজ় হারতে হলেও টি-টোয়েন্টি সিরিজ়ে জয় পেলেন লিটন দাসেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ২২:৪৬
picture of Litton Das

লিটন দাস। ছবি: এক্স (টুইটার)।

টেস্ট এবং এক দিনের সিরিজ়ে হারের পর টি-টোয়েন্টি সিরিজ়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। বুধবার তৃতীয় ২০ ওভারের ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ় জিতল লিটন দাসের দল। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে ৭ উইকেটে ১৩২। জবাবে ১৬.৩ ওভারে বাংলাদেশ ২ উইকেটে ১৩৩।

Advertisement

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক মূলত দু’জন। অফস্পিনার মাহেদি হাসান এবং ওপেনার তানজ়িদ হাসান। প্রথমে মাহেদি ১১ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে দেন। পরে তানজ়িদ ৪৭ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আশালঙ্কা। কিন্তু কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয় হয় আয়োজকদের। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশঙ্কা করেন ৩৯ বলে ৪৬। দাসুন শনাকার ব্যাট থেকে এসেছে ২৫ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস। তাঁর আগ্রাসী ইনিংসের সুবাদেই লড়াই করার মতো জায়গায় পৌঁছোয় শ্রীলঙ্কা। এ ছাড়া বলার মতো রান বলতে কামিন্দু মেন্ডিসের ১৫ বলে ২১। মাহেদি ছাড়াও বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ভাল বল করেছেন। ১৭ রানে ১ উইকেট অভিজ্ঞ জোরে বোলারের। ১০ রানে ১ উইকেট শামিম হোসেনের। তিনি ২ ওভার বল করেছেন। ৫০ রানে ১ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভাল হয়নি। ওপেনার পারভেজ হোসেন ইমন (শূন্য) শুরুতেই আউট হয়ে যান। তবে এতে সমস্যা হয়নি বাংলাদেশের। দ্বিতীয় উইকেটের জুটিতে তানজ়িদ এবং লিটন দলকে ভাল জায়গায় পৌঁছে দেন। ৮.২ ওভারে তাঁদের জুটিতে ওঠে ৭৪ রান। লিটন ২টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ২৬ বলে ৩২ রান করে আউট হয়ে গেলেও ২২ গজের এক প্রান্ত আগলে রেখেছিলেন তানজ়িদ। তাঁর ৭৩ রানের অপরাজিত ইনিংসে রয়েছে ১টি চার এবং ৬টি ছক্কা। চার নম্বরে নেমে ভাল ব্যাট করলেন তৌহিদ হৃদয়ও। ১টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ২৫ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন তিনি।

শ্রীলঙ্কার কোনও বোলারই এ দিন বিশেষ সুবিধা করতে পারেননি। তার মধ্যে কামিন্দু ২১ রানে ১ উইকেট নিয়েছেন। ২৫ রানে ১ উইকেট নুয়ান তুষারার।

Advertisement
আরও পড়ুন