লিটন দাস। —ফাইল চিত্র।
টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়ল সংযুক্ত আরব আমিরশাহি। বাংলাদেশকে হারিয়ে দিল তারা। এই প্রথম কোনও টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ জিতল আমিরশাহি। ২০৬ রান তাড়া করে জিতল তারা। এর আগে কখনও এত বেশি রান তাড়া করে ম্যাচ জেতেনি আমিরশাহি। এক বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় তারা। সিরিজ় এখন ১-১।
২০১৬ সাল থেকে এখনও পর্যন্ত পাঁচ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরশাহি। এর মধ্যে চার বারই জিতেছিল বাংলাদেশ। কিন্তু সোমবার হেরে গেল তারা। আমিরশাহির অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ৪২ বলে ৮২ রান করেন। তাঁর ব্যাটিংয়ে ভর করেই ২০৬ রান তাড়া করে আমিরশাহি। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তৈরি হয় ইতিহাস। এর আগে কখনও ২০০ রানের বেশি লক্ষ্য তাড়া করে ম্যাচ জিততে পারেনি তারা।
ওয়াসিম বলেন, “কী বলব বুঝতে পারছি না। বাংলাদেশকে হারিয়ে দারুণ লাগছে। সকলের খেলায় খুশি। আমি সকলকে বলছিলাম যে, এই রান আমরা তাড়া করতে পারব। কারণ এই পরিবেশের সঙ্গে আমরা পরিচিত।”
বাংলাদেশকে হতাশ করল তাদের বোলিং। ম্যাচ হারের দায় অবশ্যই নিতে হবে নাহিদ রানা এবং তানজিম হাসান শাকিবকে। তাঁরা দু’জনে বল হাতে এত রান দিয়েছেন যে, ম্যাচ জেতা কঠিন হয়ে যায়। রানা ৪ ওভারে দু’টি উইকেট নিলেও দিয়েছেন ৫০ রান। রানা ৩.৫ ওভারে ৫৫ রান দিয়েছেন। নিয়েছেন একটি মাত্র উইকেট। রান তাড়া করতে নেমে শুরু থেকেই দ্রুত রান তুলছিল আমিরশাহি। দুই ওপেনার মুহাম্মদ জোহাইব (৩৮) এবং ওয়াসিম (৮২) ১০৭ রানের জুটি গড়েন। ১০ ওভারেই এই রান তুলে নেন তাঁরা।
বাংলাদেশের ওপেনারেরাও ভাল শুরু করেছিলেন। অধিনায়ক লিটন দাস (৪০) এবং তানজিদ হাসান (৫৯) ৯ ওভারে ৯০ রান তুলে নিয়েছিলেন। নাজমুল হোসেন শান্ত (২৭) এবং তোহিদ হৃদয়ও (৪৫) ভাল ব্যাট করেন। কিন্তু বাংলাদেশকে ডুবিয়ে দেয় তাঁদের বোলারেরা।