Mustafizur Rahman

কেকেআর থেকে বাদ পড়ে শাহরুখদের আদালতে তুলবেন মুস্তাফিজুর? মুখ খুলল বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় অসন্তুষ্ট ক্রিকেটারদের বিশ্ব সংগঠন ডব্লিউসিএ। কেকেআরের বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠনের সভাপতি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৪:৩৫
picture of cricket

(বাঁ দিকে) শাহরুখ খান এবং মুস্তাফিজুর রহমান (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন মুস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশের জোরে বোলারকে আসন্ন আইপিএলের দল থেকে বাদ দিয়েছে কেকেআর। তার প্রেক্ষিতে আইনি পথে যেতে পারেন মুস্তাফিজুর। ইঙ্গিত বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ‘কোয়াব’-এর সভাপতি মহম্মদ মিঠুনের।

Advertisement

বাংলাদেশের সাংবাদমাধ্যম জানতে চেয়েছিল, সম্পূর্ণ অক্রিকেটীয় কারণে আইপিএল থেকে বাদ দেওয়ায় কেকেআরের বিরুদ্ধে মুস্তাফিজুর কোনও আইনি ব্যবস্থা নেবেন কি না। উত্তরে মিঠুন বলেছেন, ‘‘তিন বারের আইপিএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে আইনি বা প্রশাসনিক লড়াইয়ের কথা ভাবা হয়েছিল। তবে মুস্তাফিজুর রাজি হয়নি। ওর কথা মতো আমরা সেই ভাবনা বাতিল করেছি।’’ বিষয়টি নিয়ে তাঁরা ক্রিকেটারদের বিশ্ব সংগঠন ‘ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) দৃষ্টি আকর্ষণ করেছিলেন বলে জানিয়েছেন মিঠুন। ‘কোয়াব’ সভাপতির বক্তব্য, ডব্লিউসিএ আইনি পদক্ষেপের বিরুদ্ধে ছিল না। কারণ কোনও ক্রিকেটীয় কারণ বা চোটের জন্য কেকেআর কর্তৃপক্ষ মুস্তাফিজুরের সঙ্গে চুক্তি বাতিল করা হয়নি। মিঠুন বলেছেন, ‘‘ডব্লিউসিএ চুক্তি বাতিলের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ বা আইনি পদক্ষেপকে সমর্থন করতে রাজি ছিল। কিন্তু মুস্তাফিজুর নিজে এ সব চায়নি। অভিজ্ঞ বোলারের ইচ্ছাকে মর্যাদা দিয়েই আমরা ভাবনা বাতিল করেছি।’’

আইপিএলের গত নিলামে মুস্তাফিজুরকে ৯ কোটি ২০ লাখ টাকায় কিনেছিল কেকেআর। আইপিএলের অন্যতম সফল বোলার মুস্তাফিজুর। ভারত-বাংলাদেশের বর্তমান রাজনৈতিক-সামাজিক সম্পর্কের টানাপড়েনের জন্য মুস্তাফিজুরকে আইপিএলের বাইরে রাখার সিদ্ধান্ত নেন বিসিসিআই কর্তারা। কেকেআর মুস্তাফিজুরকে দলে নেওয়ার প্রতিবাদে বিজেপি-সহ একাধিক রাজনৈতিক দলের নেতারা সোচ্চার হন। সরব হন ধর্মীয় নেতারাও। সম্প্রতি বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু হত্যার ঘটনায় পরিস্থিতি জটিল হয়ে যায়। মুস্তাফিজুর ইস্যুতে কেকেআর কর্ণধার শাহরুখকেও ব্যক্তিগত আক্রমণ শুরু হয়।

বাংলাদেশের বাঁহাতি জোরে বোলার কেকেআর বা বিসিসিআইয়ের বিরুদ্ধে পদক্ষেপের পক্ষে না হলেও ক্ষোভ কমেনি বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকারের। সে দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় তারা। হাতিয়ার করা হয়েছে লিটন দাসের দলের নিরাপত্তাকে। সমস্যা সমাধানে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কর্তারা বিসিবির সঙ্গে আলোচনা চালাচ্ছেন। যদিও এখনও জট খোলার ইঙ্গিত মেলেনি।

Advertisement
আরও পড়ুন