বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। — ফাইল চিত্র।
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না চেয়ে আইসিসি-কে দু’টি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার উত্তর এখনও আসেনি বলে জানিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অবশ্য কবে উত্তর পাওয়া যেতে পারে তার একটা আভাস দিয়েছেন। এ-ও জানিয়েছেন, বিসিবি-র অবস্থানে কোনও বদল হয়নি। তাঁরা ভারতের অন্য কোনও শহরে খেলতেও রাজি নন।
এ দিন সংবাদমাধ্যমে বুলবুল বলেন, “আমরা আইসিসি-র থেকে এখনও কোনও উত্তর পাইনি। আমাদের উদ্বেগের প্রমাণ দিয়েছে সব তথ্য এবং প্রমাণ পাঠানো হয়েছে।”
বুলবুল স্পষ্ট করে দিয়েছেন, কলকাতার বদলে ভারতের অন্য কোনও শহরে খেলতে যেতেও রাজি নন তাঁরা। বুলবুলের কথায়, “অন্য যে কোনও মাঠেই খেলা দেওয়া হোক, সেটা তো ভারতের মাঠই হবে। আপনারা জানেন এ সব ব্যাপারে একা কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না। সরকারের কথা অনুযায়ীই আমাদের চলতে হবে। কয়েক দিন আগেও আমাদের যা অবস্থান ছিল, এখনও তাই আছে।”
পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আগে আইসিসি-র উত্তরের অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন বুলবুল। বিসিবি সভাপতির কথায়, “শ্রীলঙ্কায় খেলতে না দেওয়া হলে কী করব তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আমরা আইসিসি-র উত্তরের অপেক্ষায় রয়েছি। হায়দরাবাদ বা চেন্নাইয়ে আমাদের খেলা দেওয়া হতে পারে, এমন কোনও কথা শুনিনি। সোমবার বা মঙ্গলবারের মধ্যে আইসিসি-র উত্তর পাব বলে আশা করছি।”
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভাল ফল করবে বলে আশাবাদী বুলবুল। তাঁর কথায়, “আমার বিশ্বাস, বিশ্বক্রিকেটে বাংলাদেশ বড় দল। আমরা ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিলাম। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছি। উপমহাদেশীয় পিচে আমরা ভালই খেলি। এ বারও ভাল ফলের আশা করছি আমরা।”