Bangladesh Cricket

টি২০ বিশ্বকাপ থেকে বাদ পড়তেই ডামাডোল বাংলাদেশের ক্রিকেটে, ইস্তফা কর্তার, শাকিবকে দলে ফেরানোর ইঙ্গিত বিসিবির

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার খবর প্রকাশ্যে আসার পর ইস্তফা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক ডিরেক্টর। এ দিনই বিসিবির বৈঠকের পর শাকিব আল হাসানকে দলে ফেরানোর ইঙ্গিত দেওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ২৩:১৫
picture of cricket

শাকিব আল হাসান। —ফাইল চিত্র।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়তেই ডামাডোল শুরু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। শনিবার ইস্তফা দিলেন বিসিবির অন্যতম ডিরেক্টর ইশতিয়াক সাদেক। আর এক ডিরেক্টর আমজাদ হোসেন শনিবার বোর্ডের বৈঠকের পর জানিয়েছেন, বাংলাদেশ দলের দরজা শাকিব আল হাসানের জন্য খোলা।

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শনিবার সরকারি ভাবে বিবৃতি দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে। পরিবর্তে নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। এর কিছুক্ষণের মধ্যেই বিসিবির দফতরে ইস্তফাপত্র পাঠিয়ে দেন ইশতিয়াক। তিনি ছিলেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। পারিবারিক কারণে কাজ চালিয়ে যেতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।

একটি ক্রিকেট ওয়েবসাইটকে ইশতিয়াক বলেছেন, ‘‘আমার ইস্তফার খবর সত্যি। পরিবার এবং ব্যক্তিগত কারণে গেম ডেভেলপমেন্ট কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে পারছি না। নানা ব্যস্ততার কারণে প্রয়োজনীয় সময় বের করতে পারছি না। তাই এ ভাবে পদ আটকে রাখতে ভাল লাগছে না। ক্রিকেটের স্বার্থেই পদত্যাগ করেছি।’’

অন্য দিকে, শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বিসিবির কর্তারা। এই বৈঠকে প্রাক্তন অধিনায়ক শাকিবকে দলে ফেরানোর ব্যাপারে আলোচনা হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’কে বিসিবির অন্যতম ডিরেক্টর আমজাদ বলেছেন, ‘‘শাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা। দল নির্বাচনের সময় শাকিবের বিষয়টি নির্বাচকেরা অবশ্যই বিবেচনা করবেন।’’

বিশ্বকাপ থেকে বাদ পড়ার ক্ষতে প্রলেপ দিতেই জাতীয় দলে শাকিবকে ফেরানোর বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছে বাংলাদেশের ক্রিকেটমহলের একাংশ। উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেন শাকিব। তার পর আর দেশের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ হয়নি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের।

Advertisement
আরও পড়ুন