Mustafizur Rahman Controversy

ভারতীয় বোর্ডই তো বলেছে, মুস্তাফিজুরকে নিরাপত্তা দিতে পারবে না! আরও এক বার ভারতকেই দায়ী করল বাংলাদেশ

বিসিবি-র ডিরেক্টর ফারুখ আহমেদ সরাসরি দায়ী করেছেন ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়াকে। ফারুখ বলেছেন, শইকীয়াই ইঙ্গিত দিয়েছিলেন যে, বিসিসিআই মুস্তাফিজুরের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১০:১৩
Mustafizur Rahman

মুস্তাফিজুর রহমান। —ফাইল চিত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না আসার যে সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে, তার জন্য আরও এক বার ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘাড়েই দায় চাপাল সে দেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Advertisement

বিসিবি-র ডিরেক্টর ফারুখ আহমেদ সরাসরি দায়ী করেছেন ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়াকে। ‘ইন্ডিয়া টুডে’-কে ফারুখ বলেছেন, শইকীয়াই ইঙ্গিত দিয়েছিলেন যে, আইপিএলের সময় বিসিসিআই মুস্তাফিজুরের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না, এবং যার ফলে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেওয়া হয়েছিল।

ফারুখ বলেন, ‘‘বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া বলেছিলেন, মুস্তাফিজুরকে কেকেআর দল থেকে ছেড়ে দিতে। সম্ভবত নিরাপত্তার কারণে। এ বার বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলকে কলকাতায় যেতে হবে। এখানেও বিষয়টা নিরাপত্তা সম্পর্কিত। আর বাংলাদেশ বোর্ড সরকারের অধীনে কাজ করে এবং সরকারের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। আমরা নিজেরা কোনও সিদ্ধান্ত নিতে পারি না। সরকার বোর্ডকে নির্দেশ দিয়েছে এবং ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী কাজ করেছে।’’

ফারুখ বলেন, আইপিএলের সময় মুস্তাফিজুরকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারার পর বাংলাদেশ সরকার আর মনে করে না যে, তাদের দলের পক্ষে ভারতে যাওয়া নিরাপদ। তিনি বলেন, ‘‘যদি মুস্তাফিজুরের নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা থাকে, তা হলে বাংলাদেশ দল কী করে কলকাতা এবং মুম্বইয়ে বিশ্বকাপ খেলতে যাবে। এটা সরকারের কাছে উদ্বেগের বিষয়। এটা পুরো বাংলাদেশ দল এবং সাপোর্ট স্টাফদের জন্য উদ্বেগের বিষয়।’’

বাংলাদেশ ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের ম্যাচগুলি ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করেছে। আইসিসি তাদের অনুরোধ মানবে বলে আশাবাদী ফারুখ। তিনি পাকিস্তানের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, ‘‘সবাই হাইব্রিড মডেলে খেলছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারত দুবাইয়ে খেলে। পাকিস্তান ভারতে খেলতে আসে না এবং তারাও দুবাইয়ে খেলে। হাইব্রিড মডেল নামে একটি মডেল আছে তো।’’

Advertisement
আরও পড়ুন