Mustafizur Rahman Controversy

ভারতীয় বোর্ডের সঙ্গে কথাই বলব না! পরিষ্কার জানিয়ে দিলেন বাংলাদেশ বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম পরিষ্কার জানিয়ে দিলেন, এ বিষয়ে ভারতীয় বোর্ডের সঙ্গে কোনও কথাই বলবেন না তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ২১:৫৬
cricket

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। ছবি: সমাজমাধ্যম।

নিরাপত্তার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত আগেই জানিয়েছে বাংলাদেশ। এ বার সে দেশের বোর্ড সভাপতি আমিনুল ইসলাম পরিষ্কার জানিয়ে দিলেন, এ বিষয়ে ভারতীয় বোর্ডের সঙ্গে কোনও কথাই বলবেন না তাঁরা। যা আলোচনা সব হবে আইসিসি-র সঙ্গেই। যে হেতু বিশ্বকাপ আইসিসি-ই আয়োজন করে।

Advertisement

সোমবার আমিনুল বলেছেন, “আপনারা জানেন যে, এই সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ডের পরিচালকমণ্ডলীর সঙ্গে দু’বার বৈঠক করেছি। এই মুহূর্তে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলের পক্ষে নিরাপদ নয়। তাই আইসিসি-কে চিঠি পাঠিয়েছি আমরা। পরিষ্কার যা বলার বলে দিয়েছি।”

আমিনুলের সংযোজন, “আমাদের কাছে নিরাপত্তাই এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয়। আইসিসি-কে সেই বিষয়ে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ করেই চিঠি পাঠানো হয়েছে। আমরা চাই আইসিসি দ্রুত আমাদের সঙ্গে বৈঠক করুক যাতে সামনাসামনি নিজেদের সমস্যার কথা বলতে পারি।”

আমিনুলের মতে, ভারত স্রেফ আয়োজক দেশ। তাদের সঙ্গে কথা বলার অর্থ নেই। তিনি বলেছেন, “আইসিসি কী উত্তর দেয় তার উপর আমাদের পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে। জানি না আইসিসি কী বলবে। তবে যে দাবি জানিয়েছি তা নিয়মের মধ্যেই পড়ে। বিসিসিআইয়ের সঙ্গে কথা বলব না। কারণ এটা আইসিসি-র প্রতিযোগিতা। তাই ওদের সঙ্গেই কথা বলব।”

ভবিষ্যতে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ়‌ে এই সম্পর্কের প্রভাব পড়বে কি না, তা নিয়ে এখনই ভাবতে রাজি নন আমিনুল। তাঁর মতে, যথেষ্ট সময় রয়েছে হাতে।

বিসিবি সভাপতি বলেছেন, “দেখুন, বিশ্বকাপই হোক বা দ্বিপাক্ষিক সিরিজ়, দু’দেশের মধ্যে ক্রিকেট ম্যাচ একটা ব্যাপার। আর নিরাপত্তা নিয়ে চিন্তা আর একটা ব্যাপার। এই মুহূর্তে আমরা বিশ্বকাপের নিরাপত্তা নিয়েই ভাবছি।”

কলকাতা তাদের দল থেকে মুস্তাফিজুর রহমানকে থেকে বাদ দেওয়ার পরে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সে দেশের মন্ত্রক। এ বিষয়ে আমিনুল বলেছেন, “ওটা ভারতের ঘরোয়া ক্রিকেট। সেই প্রতিযোগিতা দেখাবে কি না, সেটা তো আমাদের সরকারের ব্যাপার। যে হেতু দেশের তথ্যমন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে তাই আমাদের কিছু বলার নেই। তবে সরকারের সিদ্ধান্তকে আমরা সমর্থন করছি।”

Advertisement
আরও পড়ুন