Virat Kohli

কোহলি নেই, শুভমন আছেন! মঙ্গলবার বিজয় হজারের ম্যাচে খেলবেন না বিরাট, জোরকদমে প্রস্তুতি গিলের

মঙ্গলবার মাঠে নামার কথা ছিল বিরাট কোহলির। রেলওয়েজ়ের বিরুদ্ধে খেলার কথা ছিল। তা হচ্ছে না। কোহলিকে মঙ্গলবারের ম্যাচে পাওয়া যাবে না। এ দিকে, শুভমন গিল মঙ্গলবার গোয়া ম্যাচের আগে প্রস্তুতি সেরেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৯:০৮
cricket

বিরাট কোহলি (বাঁ দিকে) এবং শুভমন গিল। — ফাইল চিত্র।

নতুন বছরে মঙ্গলবার প্রথম মাঠে নামার কথা ছিল বিরাট কোহলির। দিল্লির জার্সি গায়ে রেলওয়েজ়ের বিরুদ্ধে খেলার কথা ছিল। তা হচ্ছে না। কোহলিকে মঙ্গলবারের ম্যাচে পাওয়া যাবে না বলে জানিয়েছেন দিল্লির কোচ। এ দিকে, শুভমন গিল আগের ম্যাচে খেলতে না পারলেও মঙ্গলবার গোয়া ম্যাচের আগে প্রস্তুতি সেরেছেন।

Advertisement

দিল্লির হয়ে বিজয় হজারেতে দু’টি ম্যাচ খেলেছেন কোহলি। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ১৩১ এবং গুজরাতের বিরুদ্ধে ৭৭ রান করেছিলেন। এর পর পরিবারের সঙ্গে সময় কাটাতে লন্ডন চলে যান। রেলওয়েজ়ের বিরুদ্ধে খেলার পর বডোদরায় জাতীয় শিবিরে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। তবে কোহলি সরাসরি জাতীয় শিবিরে যোগ দেবেন বলেই জানা যাচ্ছে।

এক সংবাদমাধ্যমে দিল্লির কোচ শরণদীপ সিংহ বলেছেন, “কোহলিকে মঙ্গলবারের ম্যাচে পাওয়া যাবে না।” বোর্ড নির্দেশ দিয়েছিল প্রত্যেক ক্রিকেটারকে বিজয় হজারেতে অন্তত দু’টি ম্যাচ খেলতে হবে। সেই নির্দেশ মেনেছেন কোহলি। ফলে সমস্যা হওয়ার কথা নেই।

শুভমন গত শনিবার সিকিমের বিরুদ্ধে খেলবেন বলে ঠিক ছিল। পেটের সমস্যার কারণে খেলতে পারেননি। মঙ্গলবার গোয়ার বিরুদ্ধে তাঁকে খেলতে দেখা যাবে। জয়পুরের কেএল সাইনি স্টেডিয়ামে পঞ্জাব বনাম গোয়ার ম্যাচ রয়েছে।

সোমবার শুভমনকে দেখা গিয়েছে অনুশীলন করতে। ব্যাটিং অনুশীলনের পাশাপাশি সতীর্থদের সঙ্গে ফুট-ভলি খেলেছেন তিনি। ক্যাচ ধরতেও দেখা গিয়েছে। বেশ হাসিখুশি ছিলেন শুভমন। তাঁর অনুশীলন দেখে মনে হয়নি তিনি কোনও রকম অস্বস্তিতে আছেন। বেশ কিছু সমর্থক হাজির হয়েছিলেন শুভমনকে দেখতে। তাঁদের দিকে হাত নাড়ান তিনি। সতীর্থদের সঙ্গে হাসিঠাট্টাও করতে দেখা গিয়েছে। জয়পুরে যাওয়ার আগে মোহালিতে গুরকিরত সিংহ মনের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন শুভমন।

বিজয় হজারেতে শুভমনের রান পাওয়া জরুরি। এমনিতেই সাদা বলের ক্রিকেটে তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন কিছু দিন আগেই। এক দিনের দলে অধিনায়ক হলেও জায়গা ধরে রাখার মতো পারফরম্যান্স দরকার তাঁর ব্যাট থেকে।

Advertisement
আরও পড়ুন