Mustafizur Rahman

মুস্তাফিজুরকে ছাঁটাই করার সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায়ের, বোর্ডে কোনও আলোচনাই হয়নি! জানতেনই না আইপিএলের কর্তারা

বিসিসিআই-এর একটি সূত্র জানাচ্ছে, বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, মুস্তাফিজুরকে কেকেআরের হয়ে খেলতে দেওয়া হবে না। বোর্ডের কোনও বৈঠকই হয়নি এই নিয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১১:০৩
Mustafizur Rahman

মুস্তাফিজুর রহমান। —ফাইল চিত্র

বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে যে আইপিএল থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, তা জানতেনই না অধিকাংশ কর্তা। ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনও বৈঠকই হয়নি এই নিয়ে। আইপিএলের গভর্নিং কাউন্সিলের কর্তারাও কিছু জানতেন না।

Advertisement

বিসিসিআই-এর একটি সূত্র থেকে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ সংবাদপত্র জানাচ্ছে, বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, মুস্তাফিজুরকে কেকেআরের হয়ে খেলতে দেওয়া হবে না। কেকেআরকে বলা হবে, মুস্তাফিজুরকে আইপিএল থেকে ছেড়ে দিতে।

আইপিএলের সঙ্গে যুক্ত বোর্ডের এক কর্তা বলেন, “আমরা নিজেরাও সংবাদমাধ্যম থেকে বিষয়টি জানতে পেরেছিলাম। কোনও আলোচনা হয়নি। আমাদের থেকে কোনো পরামর্শও নেওয়া হয়নি।” বোঝাই যাচ্ছে, মুস্তাফিজুরকে ছাঁটাই করার ব্যাপারে ‘সর্বোচ্চ পর্যায়’ অনড় ছিল। সিদ্ধান্ত শুধু বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছিল। বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া শুধু সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন।

শনিবার মুস্তাফিজুরকে নিয়ে শইকীয়া বলেছিলেন, “সাম্প্রতিক ঘটনাবলির কারণে বিসিসিআই আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজ়ি কেকেআরকে একটি নির্দেশ দিয়েছে। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেকেআর পরিবর্ত ক্রিকেটার নিতে চেয়ে আবেদন করলে বোর্ড তাদের অনুমতি দেবে।’’

এই ঘটনার জেরে জল অনেক দূর গড়িয়েছে। বাংলাদেশ জানিয়ে দিয়েছে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। ৭ ফেব্রুয়ারি থেকে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি-র কাছে অনুরোধ করেছে, তাদের ম্যাচ যেন শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এখানেই শেষ নয়। সোমবার বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক তাদের দেশে আইপিএল সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ সরকারের তরফে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল সংক্রান্ত কোনও কিছু সম্প্রচার করা যাবে না। একই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে আইপিএলের প্রচারও। জনস্বার্থে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সে দেশের মুহাম্মদ ইউনূস সরকার।

Advertisement
আরও পড়ুন