India vs South Africa 2025

ইডেনে পিচ বিতর্কের পর নজরে গুয়াহাটির বর্ষাপাড়া, বোর্ড সচিবের পাড়াতেও সুবিধা পেতে পারেন বোলারেরা

দেশের মাঠে ক্রিকেট মরসুম শুরুর আগে ভারতীয় দল জানিয়ে দিয়েছিল, কেমন পিচ চাই। সেই মতোই পিচ তৈরি করা হচ্ছে সর্বত্র। তবে বোর্ড সচিবের ঘরের মাঠের পিচ নিয়ে বাড়তি সতর্ক অসমের ক্রিকেট কর্তারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৯:০০
picture of cricket

আগ্রহের কেন্দ্রে বর্ষাপাড়া স্টেডিয়ামের পিচ। ছবি: পিটিআই।

ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের পিচ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তাই ক্রিকেট মহলের নজর এ বার গুয়াহাটির পিচের দিকে। আগামী শনিবার থেকে গুয়াহাটিতে শুরু হবে দু’দেশের দ্বিতীয় টেস্ট। বর্ষাপাড়া স্টেডিয়ামের ২২ গজও কি তৈরি হচ্ছে গৌতম গম্ভীরের নির্দেশে?

Advertisement

গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এই প্রথম টেস্ট ম্যাচ হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান পিচ প্রস্তুতকারক আশিস ভৌমিকের ঘরের মাঠে সিরিজ় বাঁচানোর লড়াই শুভমন গিলদের। আশিস কি গম্ভীরের নির্দেশ মেনে ২২ গজ তৈরি করতে রাজি হবেন?

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘পিচ তৈরিতে ব্যবহার করা হয়েছে লাল মাটি। এই ধরনের মাটি দিয়ে তৈরি পিচ সাধারণ ভাবে জোরে বোলারদের সহায়ক হয়। ভাল গতি এবং বাউন্স থাকে। দেশের মাটিতে মরসুম শুরুর আগেই ভারতীয় দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, কেমন পিচ পছন্দ। সেই অনুযায়ী পিচে বল ঘুরতেও পারে। তবে গতি এবং বাউন্স ভালই থাকবে। পিচের কোনও অংশে যাতে অসমান বাউন্স না থাকে তা নিশ্চিত করার চেষ্টা করছেন কিউরেটর।’’

গুয়াহাটি শুধু বোর্ডের প্রধান পিচ প্রস্তুতকারকেরই নয়, বোর্ড সচিব দেবজিৎ শইকীয়াও নিজের শহর। তাই পিচ নিয়ে সাবধানী অসম ক্রিকেট সংস্থার কর্তারা। কোচ গম্ভীরের দাবিকে গুরুত্ব দিলেও তাঁরা বিতর্কহীন পিচ তৈরিতে আগ্রাধিকার দিচ্ছেন।

Advertisement
আরও পড়ুন