IPL 2025

১৭ বছরে এক বারও ব্যবহার হয়নি, তবু আইপিএলের একটি নিয়ম কেন গুরুত্বপূর্ণ?

আইপিএলের শুরু থেকে চালু রয়েছে একটি নিয়ম। কিন্তু গত ১৭ বছরেও কোনও দল সেই নিয়ম ব্যবহার করেনি। আইপিএল শুরুর আগে দলগুলিকে আরও এক বার সেই নিয়মের কথা মনে করিয়ে দিয়েছে বিসিসিআই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৬:২৪
cricket

আইপিএলের ট্রফি। ছবি: সমাজমাধ্যম।

আইপিএলের শুরু থেকে চালু রয়েছে একটি নিয়ম। ঠিকঠাক কাজে লাগালে তা থেকে ফায়দা পেতে পারে দলগুলি। কিন্তু গত ১৭ বছরেও কোনও দল সেই নিয়ম ব্যবহার করেনি। এ বারের আইপিএল শুরুর আগে দলগুলিকে আরও এক বার সেই নিয়মের কথা মনে করিয়ে দিয়েছে বিসিসিআই।

Advertisement

আইপিএলের সেই নিয়মটি হল, ‘আংশিক সময়ের পরিবর্ত ক্রিকেটার’ নেওয়ার নিয়ম। অর্থাৎ আইপিএলের ‘রেজিস্টার্ড প্লেয়ার পুল’ বা আরপিপি থেকে কোনও ক্রিকেটারকে যে কোনও সময় নেওয়া যাবে। তবে প্রতিযোগিতার নির্দিষ্ট কিছুটা সময়ই তিনি খেলতে পারবেন। তার পর সেই ক্রিকেটারকে ছেড়ে দেবে দলগুলি।

ধরা যাক, কোনও আইপিএলের দু’টি ম্যাচ হওয়ার পর একটি দলের সব উইকেটরক্ষকই চোট পেয়েছেন। পরের ম্যাচে উইকেটরক্ষক হিসাবে খেলার মতো জায়গায় কেউই নেই। ফলে আপৎকালীন পরিস্থিতিতে আরপিপি থেকে এক জন উইকেটরক্ষক নিতে পারে সংশ্লিষ্ট দল। যত দিন না দলের অন্তত এক জন উইকেটরক্ষক সুস্থ হচ্ছেন, তত দিন আরপিপি থেকে নেওয়া উইকেটরক্ষক খেলতে পারেন। সেটি একটি ম্যাচ বা দু’টি ম্যাচও হতে পারে। আবার দশটি ম্যাচও হতে পারে। তবে এক বার নেওয়ার পর প্রতিযোগিতার পুরো সময়টা তিনি খেলতে পারবেন না।

সব দলগুলিকে এই নিয়মের কথা আবার জানিয়ে দিয়েছে বিসিসিআই। পাশাপাশি আরপিপি-তে কারা রয়েছেন সেই তালিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, আরপিপি থেকে কোনও ক্রিকেটার নিতে গেলে আগে বোর্ডকে জানাতে হবে। অনুমতি পাওয়া গেলে তবেই পছন্দের ক্রিকেটার নেওয়া যাবে।

তবে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও দলকেই এই নিয়ম কাজে লাগাতে দেখা যায়নি। প্রতিটি দলেই একাধিক বিকল্প থাকায় আরপিপি থেকে আংশিক সময়ের ক্রিকেটার নিতে ইচ্ছুক হয়নি তারা। তবে প্রতিযোগিতার মাঝে কেউ চোট পেয়ে বাকি মরসুম থেকে ছিটকে গেলে, তাঁর জায়গায় বিকল্প ক্রিকেটার নেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন