Inzamam-ul-Haq

আবার আইপিএলের বিরুদ্ধে সুর চড়ালেন ইনজ়ামাম, ভারতকে ঠেকাতে সব দেশকে কী করতে বললেন?

বিসিসিআই ভারতের পুরুষ ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অনুমতি না দিলেও মহিলা ক্রিকেটারদের দেয়। হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৩:৩৩
picture of Inzamam ul Haq

ইনজ়ামাম উল হক। —ফাইল চিত্র।

আইপিএলের বিরুদ্ধে আবার সরব হলেন ইনজ়ামাম উল হক। বিশ্বের সব দেশের ক্রিকেট বোর্ডকে আইপিএলের জন্য ক্রিকেটার না ছাড়ার আবেদন করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তাঁর বক্তব্য, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অন্য দেশের টি-টোয়েন্টি লিগে রোহিত শর্মা, বিরাট কোহলিদের খেলতে দেয় না। তাই বাকি দেশগুলিরও কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত।

Advertisement

আইপিএলের বিরুদ্ধে সুর চড়িয়ে ইনজ়ামাম বলেছেন, ‘‘আইপিএলে বিশ্বের সব সেরা ক্রিকেটারেরা অংশগ্রহণ করে। অথচ ভারতীয় ক্রিকেটারেরা অন্য দেশের লিগে খেলে না। তাই সব ক্রিকেট বোর্ডের উচিত আইপিএলের জন্য ক্রিকেটার ছাড়া বন্ধ করা। বিসিসিআই যদি অন্য দেশের লিগে তাদের ক্রিকেটারদের খেলতে না দেয়, তা হলে বাকি বোর্ডগুলিরও কি কঠোর অবস্থান নেওয়া উচিত নয়?’’ একটি চ্যানেলে ইনজ়ামামের বলা এই বক্তব্য ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সব দেশের বোর্ডকে ভারতের বিরুদ্ধে এক রকম জোট বাধার আহ্বান জানিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে ভারত-নিউ জ়িল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচের দিন ২ মার্চও আইপিএলের বিরুদ্ধে সরব হয়েছিলেন ইনজ়ামাম। সব দেশের ক্রিকেট বোর্ডের কাছে এই একই আবেদন রেখেছিলেন অন্য একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে।

উল্লেখ্য, বিসিসিআই ভারতের পুরুষ ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অনুমতি না দিলেও মহিলা ক্রিকেটারদের দেয়। হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা বিগ ব্যাশ লিগ, মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, দ্য হান্ড্রেডে খেলেন।

ভারতীয় ক্রিকেটারেরা সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলে তবেই বিদেশের লিগে খেলতে পারেন। অবসর নেওয়ার আগে তাঁদের শুধু ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে (প্রথম শ্রেণির এবং ৫০ ওভারের) খেলার অনুমতি দেওয়া হয়। আইপিএল খেলার জন্য অনেক সময় দেশের হয়েও খেলেন না ক্রিকেটারেরা। ক্রিকেট বিশ্বে ভারতীয় বোর্ডের এই দাপট রুখতেই সব দেশের বোর্ডগুলিকে জোট বাঁধার পরামর্শ দিয়েছেন ইনজ়ামাম।

বিসিসিআইয়ের আয়ের অন্যতম প্রধান উৎস আইপিএল। বিদেশি ক্রিকেটারেরা না খেললে প্রতিযোগিতার আকর্ষণ অনেকটাই কমে যেতে পারে। সম্ভবত সে কারণেই ইনজ়ামাম আইপিএলের বিরুদ্ধে একজোট হওয়ার কথা বলেছেন।

Advertisement
আরও পড়ুন