IPL 2025

কলকাতাই প্রথম দেখবে কোহলির নতুন ‘অবতার’! চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে বদলে ফেললেন চুলের ছাঁট

কেশসজ্জা শিল্পী আলিম হাকিমের কাছে গিয়ে চুলে নতুন ছাঁট দিয়েছেন কোহলি। দীর্ঘ দিন ধরে হাকিমই চুলের ছাঁট বাছাই করে দেন। কোহলির নতুন চুলের ছাঁট সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন হাকিম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১২:২৯
picture of virat kohli

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং আলিম হাকিম (ডান দিকে)। ছবি: ইনস্টাগ্রাম।

আইপিএলে ক্রিকেটপ্রেমীদের সামনে নতুন রূপে হাজির হবেন বিরাট কোহলি। কলকাতার মানুষই প্রথম নতুন চেহারার কোহলিকে দেখার সুযোগ পাবেন আগামী ২২ মার্চ। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশে ফেরার পর চুলের ছাঁট বদলে ফেলেছেন কোহলি।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে কয়েক দিন আগেই দেশে ফিরেছেন বিরাট কোহলি। দু’এক দিনের মধ্যে যোগ দেবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রস্তুতি শিবিরে। তার আগে নিজের ‘লুক’ বদলে ফেললেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আইপিএলে নতুন রূপে দেখা যাবে তাঁকে। কেশসজ্জা শিল্পী আলিম হাকিমের কাছে গিয়ে চুলে নতুন ছাঁট দিয়েছেন কোহলি। দীর্ঘ দিন ধরে হাকিমই চুলের ছাঁট বাছাই করে দেন। কোহলির নতুন চুলের ছাঁট সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন হাকিম। যা ভাইরাল হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

এ বারও বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলবেন কোহলি। খেলবেন রজত পাটিদারের নেতৃত্বে। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে তাঁদের আইপিএল অভিযান।

Advertisement
আরও পড়ুন