Virat Kohli's Test Retirement

টেস্ট থেকে অবসরের আগে তিন জনকে ফোন কোহলির! কাদের জানিয়েছিলেন বিদায়ের কথা

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। অবসরের আগে তিন জনকে ফোন করেছিলেন কোহলি। কাদের নিজের বিদায়ের কথা জানিয়েছিলেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ১৭:৫৭
cricket

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

সোমবার টেস্ট ক্রিকেট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেছেন বিরাট কোহলি। তার কয়েক দিন আগে থেকেই তাঁর অবসর নিয়ে জল্পনা শোনা গিয়েছিল। জানা গিয়েছিল, বোর্ডকে নাকি নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। অবসরের সিদ্ধান্ত ঘোষণার আগে তিন জনকে ফোন করেছিলেন কোহলি। সেই তালিকায় প্রাক্তন কোচের পাশাপাশি বোর্ডের কর্তাও রয়েছেন।

Advertisement

‘ক্রিকবাজ়’ একটি রিপোর্টে জানিয়েছে, ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা কোচ রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন কোহলি। ভারতীয় ক্রিকেটে সফল জুটি তাঁরা। ২০১৪ থেকে ২০১৬ ও ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলেছেন শাস্ত্রী। সেই সময় ভারতের অধিনায়ক ছিলেন কোহলি। তাঁদের জুটি প্রথম বার অস্ট্রেলিয়াকে তাদের দেশে হারিয়েছিল। দক্ষিণ আফ্রিকাতেও এক দিনের সিরিজ় জিতেছিলেন তাঁরা। সেই সময় টানা তিন বছর টেস্টে শীর্ষস্থান ধরে রেখেছিল ভারত। ২০১৯ সালে এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালেও উঠেছিল ভারত।

শাস্ত্রী ভারতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ার পরেও তাঁর সঙ্গে কোহলির যোগাযোগ রয়েছে। সমস্যায় পড়লে তাঁর কাছে যান কোহলি। পরামর্শ নেন। সেই কারণেই নিজের জীবনের এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে শাস্ত্রীকে ফোন করেছিলেন কোহলি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরকেও ফোন করেছিলেন কোহলি। তাঁকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন। পাশাপাশি বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লের সঙ্গেও কথা বলেছিলেন। শুক্লের সঙ্গে কোহলির সম্পর্ক বেশ ভাল। সেই কারণেই হয়তো তাঁকে ফোন করেছিলেন। জানা গিয়েছে, বোর্ড কোহলিকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করেছিল। কিন্তু তা শোনেননি কোহলি। নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। ঘোষণা করে দেন অবসরের।

Advertisement
আরও পড়ুন