The Ashes 2025-26

ব্রিসবেনে মরিয়া লড়াই স্টোকস-জ্যাকস জুটির, অ্যাশেজ় সিরিজ়ে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার লক্ষ্যে স্মিথেরা

চতুর্থ দিন প্রথম ২ ঘণ্টায় উইকেট হারায়নি ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বোলারদের ক্লান্ত করে দিতে চাইছেন ইংরেজ ব্যাটারেরা। বেন স্টোকসেরা চেষ্টা করছেন ভদ্রস্থ লিড নিয়ে স্টিভ স্মিথদের চতুর্থ ইনিংসে পরীক্ষার মুখে ফেলতে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ১২:১৮
picture of cricket

(বাঁ দিকে) উইল জ্যাকসকে নিয়ে লড়াই চালাচ্ছেন বেন স্টোকস (ডান দিকে)। ছবি: এক্স।

অ্যাশেজ় সিরিজ়ের ব্রিসবেন টেস্টে হার বাঁচাতে মরিয়া লড়াই করছে ইংল্যান্ড। অধিনায়ক বেন স্টোকস এবং উইল জ্যাকস দলকে টানছেন দ্বিতীয় ইনিংসে। শনিবারের ব্যাটিং ব্যর্থতার পরও অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছেন তাঁরা। এক সময় ইনিংসে হারের আশঙ্কায় থাকা ইংল্যান্ড চতুর্থ দিনের চা বিরতিতে স্টোকসেরা এগিয়ে রয়েছেন ১৬ রানে। তাঁদের হাতে ৪ উইকেট।

Advertisement

তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের রান ছিল ৬ উইকেটে ১৩৪। রবিবার প্রথম ২ ঘণ্টায় একটিও উইকেট হারায়নি ইংল্যান্ড। যোগ হয়েছে ৫৯ রান। আগের দিনেরই ৬ উইকেটে ১৯৩ রান তুলে কিছুটা স্বস্তিতে স্টোকসেরা। দ্রুত রান তোলার চেষ্টা করছেন না ইংরেজ ব্যাটারেরা। বল বুঝে খেলছেন। রান হওয়ার মতো বল পেলেই রানের চেষ্টা করছেন। স্টোকস ৩৬ রান করেছেন ১১২ বল খেলে। ৪টি চার এসেছে তাঁর ব্যাট থেকে। জ্যাকস ২৫ রান করেছেন ৬৬ বল খেলে। ১টি চার মেরেছেন তিনি।

অস্ট্রেলিয়ার বোলারদের সম্ভবত ক্লান্ত করে দিতে চাইছেন ইংরেজ ব্যাটারেরা। স্টোকসেরা চেষ্টা করছেন ভদ্রস্থ লিড নিয়ে অস্ট্রেলিয়াকে চতুর্থ ইনিংসে পরীক্ষার মুখে ফেলতে। যদিও স্টোকস-জ্যাকস জুটির পর ইংল্যান্ড শিবিরে আর কোনও স্বীকৃত ব্যাটার নেই। ফলে সুবিধাজনক অবস্থায় স্টিভ স্মিথেরাই।

Advertisement
আরও পড়ুন