(বাঁ দিক থেকে) মুকেশ কুমার, অভিষেক পোড়েল ও আকাশদীপ। ছবি: এক্স।
বিজয় হজারে ট্রফিতে জম্মু-কাশ্মীরের সঙ্গে ছেলেখেলা করল বাংলা। একতরফা ম্যাচে উড়িয়ে দিল তাদের। দলের জয়ের ভিত গড়ে দিলেন তিন পেসার মহম্মদ শামি, আকাশদীপ ও মুকেশ কুমার। তাঁদের দাপটে মাত্র ৬৩ রান অল আউট হয়ে যায় জম্মু-কাশ্মীর। ১০ ওভারের আগেই সেই রান তাড়া করে ৯ উইকেটে জিতে যায় বাংলা। অর্থাৎ, ১০০ ওভারের ম্যাচ শেষ হয়ে যায় মাত্র ৩০ ওভারে।
জম্মু-কাশ্মীর দুর্বল দল নয়। চলতি বিজয় হজারেতে এর আগে তিন ম্যাচের মধ্যে দু’টি জিতেছিল তারা। পয়েন্ট তালিকায় বাংলার উপরেও ছিল। কিন্তু বুধবার সব হিসাব বদলে গেল। রাজকোটের মাঠে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। তাঁর সিদ্ধান্ত যে ঠিক, তা বোঝা যায় ম্যাচের দ্বিতীয় বলেই। কামরান ইকবালকে শূন্য রান ফেরান শামি। পরের ওভারে মুরুগান অশ্বিনকে শুন্য রানে আউট করেন আকাশদীপ। পঞ্চম ওভারে আবার ধাক্কা দেন শামি। এ বার তিনি আউট করেন ইয়াওয়ের হাসানকে।
জম্মু-কাশ্মীরে ব্যাটারদের মধ্যে শুভম খাজুরিয়া (১২) ও অধিনায়ক পারশ ডোগরা (১৯) দুই অঙ্কে পৌঁছন। বাকি কেউ ১০ রানও করতে পারেননি। শামি ও আকাশদীপের পর নজর কাড়েন মুকেশও। আগের ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এই ম্যাচে নেন ৪ উইকেট। ৪ উইকেট পান আকাশদীপও। শামির ঝুলিতে ২ উইকেট। তিন পেসারের দাপটে ২০.৪ ওভারে ৬৩ রানে অল আউট হয়ে যায় জম্মু-কাশ্মীর।
৬৪ রান তাড়া করতে যে বেশি সময় লাগবে না তা নিশ্চিত ছিল। কিন্তু বাংলা চেয়েছিল, যত দ্রুত সম্ভব খেলা শেষ করতে। অধিনায়ক ঈশ্বরন (৪) রান না পেলেও আগের ম্যাচে শতরান করা অভিষেক পোড়েল ও তিন নম্বরে নামা সুদীপ ঘরামি দ্রুত রান করেন। ৯.৩ ওভারে জিতে যায় বাংলা। অভিষেক ৩০ ও সুদীপ ২৫ রানে অপরাজিত থাকেন।
এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় পাঁচ থেকে এক লাফে দু’নম্বরে উঠল বাংলা। তাদের নেট রানরেট ১.০৭৮। শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। দু’দলের পয়েন্ট সমান হলেও উত্তরপ্রদেশের ম্যাচ এখনও চলছে। সেটা জিতলে তারা শীর্ষেই থাকবে। বিদর্ভ ও বরোদাও তাদের ম্যাচ খেলছে। জিতলে নেট রেনরেটে তারাও বাংলাকে টপকে জেতে পারে।