Punjab Kings in IPL 2025

প্লে-অফের আগে শ্রেয়সদের চিন্তা বাড়ল, চোট ১৮ কোটির ক্রিকেটারের, মুম্বই ম্যাচে খেলা নিয়ে সংশয়

সামনেই আইপিএলের প্লে-অফ। তার আগে চিন্তা বাড়ল পঞ্জাব কিংসের। দলের ১৮ কোটি টাকার ক্রিকেটার চোট পেয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১০:১৬
cricket

অধিনায়ক শ্রেয়স আয়ারের (ডান দিকে) বড় অস্ত্র যুজবেন্দ্র চহল (মাঝে)। —ফাইল চিত্র।

বৃহস্পতিবার থেকে শুরু আইপিএলের প্লে-অফ। প্রথম দুইয়ে শেষ করার সুযোগ রয়েছে পঞ্জাব কিংসের। তবে তার জন্য সোমবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে হবে তাদের। সেই ম্যাচের আগে চিন্তা বাড়ল শ্রেয়স আয়ারদের। দলের ১৮ কোটি টাকার স্পিনার যুজবেন্দ্র চহল চোট পেয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে।

Advertisement

পঞ্জাবের আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলেননি চহল। তিনি কেন দলে নেই তা তখন জানা যায়নি। তবে পরে দলের সহকারী কোচ সুনীল জোশী জানিয়েছেন, চহলের সামান্য চোট আছে। তাই তাঁকে কয়েক দিন বিশ্রাম দেওয়া হয়েছে। ‘ক্রিকইনফো’ জানিয়েছে, চহলের কব্জিতে চোট লেগেছে। দিল্লির বিরুদ্ধে চহল না থাকায় ভুগেছে পঞ্জাব। তিনি কত তাড়াতাড়ি ফিরতে পারেন সে দিকেই লক্ষ্য রয়েছে দলের।

চহলের চোট কতটা গুরুতর তা জানা যায়নি। তাঁর কোন হাতের কব্জিতে চোট লেগেছে তা-ও জানা যায়নি। তবে যদি ডান হাতের কব্জিতে লাগে তা হলে সমস্যা হতে পারে। কারণ, চহল রিস্ট স্পিনার। কব্জির জোরেই বল করেন তিনি। ফলে তাঁর সুস্থ হয়ে মাঠে ফিরতে কত দিন সময় লাগবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মুম্বই ম্যাচ পঞ্জাবের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই ম্যাচে চহলকে না পেলে সমস্যা হবে শ্রেয়সদের।

এখন পয়েন্ট তালিকায় দু’নম্বরে রয়েছে পঞ্জাব। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ১৭। পঞ্জাবের সহজ হিসাব। নিজেদের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে হবে তাদের। তা হলেই প্রথম দুই দলের মধ্যে একটি হবে তারা। কিন্তু যদি মুম্বইয়ের কাছে তারা হারে তা হলে আর প্রথম কোয়ালিফায়ার খেলা হবে না শ্রেয়সদের। পঞ্জাব-মুম্বই ম্যাচ ভেস্তে গেলে শ্রেয়সদের প্রার্থনা করতে হবে যে বেঙ্গালুরু যেন শেষ ম্যাচে লখনউয়ের কাছে হারে বা সেই ম্যাচ ভেস্তে যায়। তা হলে গুজরাতের পরে দ্বিতীয় দল হিসাবে শেষ করবে তারা।

Advertisement
আরও পড়ুন