Cheteshwar Pujara on Rohit Sharma

রোহিতের ‘বকুনি’ খেয়ে রাগ হয়েছিল সরফরাজ়, যশস্বীদের? খোলসা করলেন পুজারা

২০২৪ সালে ইংল্যান্ড সিরিজ়ের মাঝে দলের তরুণ ক্রিকেটারদের ‘বকুনি’ দিয়েছিলেন রোহিত শর্মা। অধিনায়কের কথায় কি রাগ করেছিলেন যশস্বী জয়সওয়াল, সরফরাজ় খানেরা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ২২:২৬
cricket

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

মাঠে রোহিত শর্মার কথাবার্তা স্টাম্প মাইকে ধরা পড়লে অনেক সময়ই তা নিয়ে হাসাহাসি করেন ধারাভাষ্যকেরেরা। রোহিতের সতীর্থেরা বলেন, তাঁর কথা বলার ধরনই তাই। ২০২৪ সালে ইংল্যান্ড সিরিজ়ের মাঝে দলের তরুণ ক্রিকেটারদের ‘বকুনি’ দিয়েছিলেন রোহিত। অধিনায়কের কথায় কি মন খারাপ করেছিলেন যশস্বী জয়সওয়াল, সরফরাজ় খানেরা? তা খোলসা করলেন চেতেশ্বর পুজারা।

Advertisement

ভারতের টেস্ট দলে দীর্ঘ দিন রোহিতের সতীর্থ পুজারা জানিয়েছেন, রোহিতকে যাঁরা চেনেন তাঁরা তাঁর কথায় রাগ বা মন খারাপ কিছুই করেন না। পুজারা বলেন, “আমার মনে হয় না রোহিত ইচ্ছা করে কাউকে বকার জন্য ওই কথাগুলো বলেছিল। তরুণ ক্রিকেটারদের ও ওই ভাবেই বোঝানোর চেষ্টা করে।”

পুজারা আরও জানিয়েছেন, রোহিত মাঠে ওই ভাবেই সকলের সঙ্গে কথা বলেন। ওঁর ধরনটাই ও রকম। পুজারা বলেন, “ও বাকিদের সঙ্গে ওই ভাবেই কথা বলে। তাতে কারও খারাপ লাগে না। কারণ, সকলে জানে ওর কথা বলার ধরন কী। সকলে জানে রোহিত কাউকে আঘাত দেওয়ার জন্য কিছু বলেনি।”

২০২৪ সালে দেশের মাটিতে টেস্ট সিরিজ়ে ইংল্যান্ডকে ৪-১ হারিয়েছিল ভারত। সেই সিরিজ়ে বিরাট কোহলি, লোকেশ রাহুল, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিনের মতো সিনিয়র ক্রিকেটারেরা না খেলায় যশস্বী জয়সওয়াল, সরফরাজ় খান, ধ্রুব জুরেল, শুভমন গিলেরা খেলেছিলেন। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে ফিল্ডিং করার সময় সরফরাজ়দের উদ্দেশে রোহিত বলেছিলেন, “ভাল করে ফিল্ডিং কর। বাগানে বেড়াতে এসেছিস নাকি?” রোহিতের সেই কথা নিয়ে অনেক আলোচনা হয়েছিল।

পরে সমাজমাধ্যমে যশস্বী, জুরেল, সরফরাজ় ও শুভমনের সঙ্গে ছবি দিয়ে রোহিত লেখেন, “বাগানে ঘুরে বেড়ানো ছেলেদের সঙ্গে।” রোহিত নিজেই পরে জানিয়েছিলেন, সকলকে আরও উজ্জীবিত করতে ওই কথা বলেছিলেন তিনি। এত দিন পর পুজারা আবার রোহিতের সেই কথার ব্যাখ্যা দিলেন।

Advertisement
আরও পড়ুন