Gautam Gambhir on Indian T20 Team

অধিনায়কত্ব হারাতে পারেন সূর্য! টেস্টের পর ভারতের টি২০ দলেরও খোলনলচে বদলে দিতে চান গম্ভীর

প্রধান কোচ গৌতম গম্ভীরের নজর ভারতের টি-টোয়েন্টি দলের দিকে। এ বার ছোট ফরম্যাটেও অনেক বদল আনতে পারেন গম্ভীর। কী কী পরিকল্পনা করেছেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ১৭:১৯
cricket

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

গৌতম গম্ভীর ভারতের টেস্ট দলের কোচ হওয়ার পর লাল বলের ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, বিরাট কোহলি ও রোহিত শর্মা। ভারতের তিন সিনিয়র ক্রিকেটারের অবসরের পিছনে কোচকে দায়ী করেন অনেকে। টেস্ট দলের নতুন অধিনায়ক হয়েছেন শুভমন গিল। পুরনোদের বদলে অনেক নতুন মুখের দেখা মিলেছে। টেস্ট দলের পর এ বার ভারতের টি-টোয়েন্টি দলেরও খোলনলচে বদলে ফেলার পরিকল্পনা করেছেন গম্ভীর।

Advertisement

‘টাইমস অফ ইন্ডিয়া’ তাদের রিপোর্টে জানিয়েছে, গম্ভীর চাইছেন তিন ফরম্যাটে এক জনই অধিনায়ক। এখন ভারতের তিন ফরম্যাটে তিন অধিনায়ক। টেস্টে শুভমন। এক দিনের ক্রিকেটে রোহিত শর্মা। টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদব। সেটাই চাইছেন না গম্ভীর। এর থেকেই বোঝা যাচ্ছে, এক দিনের ক্রিকেটেও হয়তো রোহিত আর বেশি দিন খেলবেন না। অস্ট্রেলিয়া সিরিজ়ের পরেই অবসর নিতে পারেন তিনি। শুভমনকে অধিনায়ক করলে সূর্যও অধিনায়কত্ব হারাবেন। তবে সেটা হয়তো এশিয়া কাপের পরে। এশিয়া কাপে সূর্যের উপরেই ভরসা রাখতে চায় বোর্ড।

ভারতের টি-টোয়েন্টি দলে এখন শুভমনের জায়গা পাকা নয়। কিন্তু যদি গম্ভীর তাঁকে অধিনায়ক করার কথা ভাবেন তা হলে এশিয়া কাপের দলে প্রত্যাবর্তন হতে পারে শুভমনের। রিপোর্টে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেন, “গম্ভীর একটাই সংস্কৃতি গড়তে চাইছেন। তাই তিনি সব ফরম্যাটে একজন অধিনায়ক চান। গম্ভীরের পরিকল্পনা স্পষ্ট। এ বার টি-টোয়েন্টি দলকেও বদলে ফেলতে চান তিনি। মাঝেমাঝে অভিযোগ ওঠে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভারতের টি-টোয়েন্টি দল চলতে পারে না। গম্ভীর সেটা ঠিক করতে চাইছেন।”

রিপোর্টে জানানো হয়েছে, টি-টোয়েন্টির জন্য বিশেষজ্ঞ প্লেয়ার তৈরি করতে চাইছেন গম্ভীর। তাঁরা শুধু ছোট ফরম্যাটই খেলবেন। পাশাপাশি কয়েক জন থাকবেন, যাঁরা অন্য ফরম্যাটেও খেলবেন। প্রত্যেককে নিজের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। আলাদা করে ফিনিশার হিসাবে তিনি কাউকে চাইছেন না। ওই আধিকারিক বলেন, “ক্রিকেটারদের দক্ষতা অনুযায়ী তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। কারও জায়গা নির্দিষ্ট নয়। সেই কারণে ফিনিশার বলে আলাদা কেউ থাকবে না। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, শিবম দুবে যেমন নীচের দিকে খেলতে পারে, তেমনই প্রয়োজনে টপ অর্ডারে নামতে পারে। এমন ক্রিকেটার চাইছেন গম্ভীর।”

গম্ভীরের পরিকল্পনার ঝলক দেখা যেতে পারে এশিয়া কাপে। ছোট ফরম্যাটে সবচেয়ে সফল তিনি। ক্রিকেটার ও পরে মেন্টর বা কোচ হিসাবে গম্ভীর বুঝিয়েছেন, টি-টোয়েন্টি তাঁর সেরা জায়গা। আগেও গম্ভীর বার বার বলেছেন, আইপিএলের পারফরম্যান্সের উপর নির্ভর করে টি-টোয়েন্টি দল গড়া উচিত। তাঁর দল নির্বাচনে সেই ছবি দেখা যেতে পারে। সেখানে শুভমন, হার্দিক পাণ্ড্য বা জসপ্রীত বুমরাহের মতো কয়েক জনকে দেখা যেতে পারে যাঁরা একাধিক ফরম্যাট খেলেন। বাকিরা টি-টোয়েন্টির বিশেষজ্ঞ। এখন দেখার, এশিয়া কাপের দল নির্বাচনের সময় গম্ভীর কাদের দিকে তাকান।

Advertisement
আরও পড়ুন