India vs South Africa

Virat Kohli: দক্ষিণ আফ্রিকা সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত, দেখুন কবে, কোথায় কোহলীদের ম্যাচ

ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর আগেই পিছিয়ে গিয়েছিল। ওমিক্রনের কারণে সফর কাটছাঁটও করা হয়।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২১ ২০:২৬
বিরাট কোহলী।

বিরাট কোহলী। ফাইল ছবি

ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর আগেই পিছিয়ে গিয়েছিল। ওমিক্রনের কারণে সফর কাটছাঁটও করা হয়। সোমবার বিরাট কোহলীদের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে দিল দক্ষিণ আফ্রিকা বোর্ড। পূর্ব ঘোষণামতোই তিনটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ হবে।

২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু প্রথম টেস্ট। এটি ‘বক্সিং ডে’ টেস্ট নামে পরিচিত। দ্বিতীয় টেস্ট জোহানেসবার্গে এবং তৃতীয় টেস্ট কেপটাউনে। প্রথম দুটি একদিনের ম্যাচ হবে পার্লে। তৃতীয় ম্যাচ কেপ টাউনে। টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং একদিনের সিরিজ বিশ্বকাপ সুপার লিগের অন্তর্গত।

Advertisement

পূর্ণাঙ্গ সূচি নীচে দেওয়া থাকল:

প্রথম টেস্ট: ২৬-৩১ ডিসেম্বর, সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ন

দ্বিতীয় টেস্ট: ৩-৭ জানুয়ারি, ওয়ান্ডারার্স, জোহানেসবার্গ

তৃতীয় টেস্ট: ১১-১৫ জানুয়ারি, নিউল্যান্ডস, কেপ টাউন

প্রথম একদিনের ম্যাচ: ১৯ জানুয়ারি, বোল্যান্ড পার্ক, পার্ল

দ্বিতীয় একদিনের ম্যাচ: ২১ জানুয়ারি, বোল্যান্ড পার্ক, পার্ল

তৃতীয় একদিনের ম্যাচ: ২৩ জানুয়ারি, নিউল্যান্ডস, কেপ টাউন

প্রথম দুটি টেস্ট ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে শুরু হবে। শেষ টেস্ট শুরু দুপুর দুটো থেকে। একদিনের সবক’টি ম্যাচই দুপুর দুটো থেকে শুরু হবে।

Advertisement
আরও পড়ুন