পৃথ্বী শ। —ফাইল চিত্র।
মনে হচ্ছিল, নিলামে আর দল পাবেন না পৃথ্বী শ। শেষ দিকে ন্যূনতম মূল্য ৭৫ লক্ষ টাকাতেই তাঁকে কেনে দিল্লি ক্যাপিটালস। বোঝা যাচ্ছে, বিকল্প ওপেনার হিসাবে নেওয়া হয়েছে তাঁকে। হয়তো গোটা মরসুম বসেই থাকতে হবে। সে যা-ই হোক, দল তো পেয়েছেন। কিন্তু ব্যক্তিগত সমস্যা কিছুতেই মিটছে না পৃথ্বীর। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী স্বপ্না গিল। সেই মামলাতেই মুম্বইয়ের আদালতে জবাবদিহি করেছেন ভারতীয় ক্রিকেটার।
আদালতে লিখিত বয়ানে পৃথ্বী জানিয়েছেন, তাঁর সম্মান নষ্ট করতে ইচ্ছাকৃত ভাবে অভিযোগ করেছেন স্বপ্না। ক্রিকেটারের দাবি, তাঁর নাম ব্যবহার করে খবরে আসতে চাইছেন স্বপ্না। তাই বার বার অভিযোগ করছেন। মামলার ভয় দেখিয়ে তিনি টাকা হাতানোর চেষ্টা করেছেন বলেও দাবি পৃথ্বীর। তাঁর আরও দাবি, আদালতে প্রমাণিত হয়ে যাবে, তিনি কোনও দোষ করেননি।
২০২৩-এর ফেব্রুয়ারিতে একটি পানশালার বাইরে স্বপ্না এবং তাঁর এক বন্ধুর সঙ্গে ঝামেলা হয়েছিল পৃথ্বী ও তাঁর বন্ধুর। নিজস্বী তোলা নিয়ে ঝামেলা হয়েছিল। পুলিশ প্রথমে স্বপ্নাকে গ্রেফতার করলেও তিন দিন পরে জামিন পান তিনি। এর পরেই তিনি পৃথ্বীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন। নেটপ্রভাবী স্বপ্না শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন পৃথ্বীর বিরুদ্ধে। গত বছর এপ্রিলে দিনদোশী সেশনস কোর্টে ফৌজদারি তদন্তের আবেদন করেন। তবে ম্যাজিস্ট্রেটস কোর্ট পৃথ্বীর বিরুদ্ধে পুলিশকে এফআইআর করার নির্দেশ দিতে রাজি হয়নি। বরং পুলিশকে প্রাথমিক তদন্ত করতে বলা হয়।
স্বপ্নার আবেদনের জবাব দেওয়ার জন্য বার বার পৃথ্বীকে অনুরোধ করে সেশনস কোর্ট। শেষ শুনানিতে আদালত জানিয়েছিল, পৃথ্বীকে চূড়ান্ত সুযোগ দেওয়া হচ্ছে। তার পরেও পৃথ্বী জবাব না দেওয়ায় তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়। অবশেষে জবাব দিলেন ক্রিকেটার। মামলার পরবর্তী শুনানি আগামী বছর ৩১ মার্চ।
ভারতীয় দলে স্বপ্নের অভিষেক হলেও আপাতত জাতীয় দল থেকে অনেক দূরে রয়েছেন পৃথ্বী। ‘বিশৃঙ্খল’ জীবন কাটানোর খেসারত দিতে হয়েছে। ভুল কারণে শিরোনামে এসেছেন। তবে ধীরে ধীরে আবার ক্রিকেটে মন দিয়েছেন তিনি। ওজন ঝরিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে ভালই খেলছেন। তার পরেও তাঁর দিকে ততটা নজর দিচ্ছে না কেউ। পৃথ্বী নিজে স্বীকার করেছেন, ভুল বন্ধু বেছেছিলেন তিনি। ফলে ক্রিকেট থেকে দূরে সরে গিয়েছিলেন। আবার ফেরার চেষ্টা করছেন। কিন্তু তার পরেও বার বার ব্যক্তিগত সমস্যায় শিরোনামে আসছেন ওপেনার।